Advertisement
বড়দিনের আগেই হুগলিতে হাজির সান্তা! হাসি ফুটল বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের মুখে, দেখুন ছবি
কেক, চকলেট-সহ বিভিন্ন উপহার তুলে দেন সান্তা-রূপি হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়।
বড়দিন মানেই যেন উপহার পাওয়ার দিন! উপহারের ঝুলি নিয়ে হাজির হন সান্তা ক্লজ! প্রত্যেক শিশুদের ইচ্ছা থাকে তাদের গিফট দেবেন সান্তা।
সেই ইচ্ছা পূরণ করতে বড়দিনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের মুখে হাসি ফোটাতে সান্তা-রূপে হাজির হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়। সান্তার ঝুলিতে ছিল বাঁশি, গিটার-সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। সকাল থেকেই বাদ্যযন্ত্রের সুরে মনোরম পরিবেশ সৃষ্টি হয় হিন্দমোটর বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে।
স্কুলে ঢুকেই প্রথমে বাচ্চাদের হাতে কেক, চকলেট-সহ বিভিন্ন উপহার তুলে দেন সান্তা-রূপি হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সকাল সকাল উপহার পেয়ে খুশি পড়ুয়ারা।
শনিবার সকালে চণ্ডীতলা প্রকৃতির দলকে নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে যান সুবীরবাবু। নিজেই সান্তা সেজেছিলেন। উপহারের ঝুলি নিয়ে হাজির হন পড়ুয়াদের মাঝে।
সুবীরবাবু এই বড়দিনের সময় প্রত্যেকদিনেই এভাবে বিভিন্ন জায়গায় উপহার বিলি করেন বলে জানা গিয়েছে। তিনি বলেন, "স্কুলের বাচ্চাদের সঙ্গে বড়দিনের আগেই সময় কাটাতে পারাটা খুবই আনন্দের।"
Published By: Subhankar PatraPosted: 06:26 PM Dec 20, 2025Updated: 06:29 PM Dec 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
