Advertisement
ঈশান-রিঙ্কুদের অন্তর্ভুক্তিতে 'জিতল' ঘরোয়া ক্রিকেট! বিশ্বকাপের তারকাদের সাম্প্রতিক ফর্ম কেমন?
ভারতকে ভোগাতে পারে সূর্যকুমারের অফ ফর্ম।
একেই বলে চমক! অবশেষে সমস্ত প্রতীক্ষা আর জল্পনার অবসান। ঘোষিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল। সেখানে বাদ পড়েছেন শুভমান গিল। দলে আচমকা ‘এন্ট্রি’ নিয়েছেন ঈশান কিষান। কেমন হল ভারতীয় দল? সাম্প্রতিক সময়ে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স কেমন?
সূর্যকুমার যাদব: চলতি বছরে একুশটা টি-টোয়েন্টি ম্যাচে উনিশ ইনিংস খেলেছেন সূর্য। রান করেছেন মাত্র ২১৯। ব্যাটিং গড় ১৫-র নীচে! মাত্র একটা হাফসেঞ্চুরি সহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান না পাওয়ার পর নিজেই এসে জানিয়ে যান 'ব্যাটার সূর্য নিরুদ্দেশ।'
অভিষেক শর্মা: টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। এশিয়া কাপে ভারতের জয়ের নায়ক। ৩১৪ রান করে এশিয়া কাপের সর্বোচ্চ স্কোরার। তবে শেষ কয়েকটি ম্যাচে হাফসেঞ্চুরি আসেনি। গত পাঁচ ম্যাচে তাঁর মোট রান ১২৩।
তিলক বর্মা: স্বপ্নের ফর্ম আছেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে তিনি ৪২ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য বিরাট স্বস্তির। সব দিকেই স্বচ্ছন্দে ঘুরিয়ে শট খেলছেন। দক্ষিণ আফ্রিকার কোনও বোলারকেই রেয়াত করেননি। আবার প্রয়োজন বুঝে রানের গতি কমাতেও পারেন। শেষ পাঁচটি ম্যাচের তিনটি হাফসেঞ্চুরি।
হার্দিক পাণ্ডিয়া: চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটেও তাঁকে দেখা যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কামব্যাক হয়েছে। হার্দিক পাণ্ডিয়া মেজাজে থাকলে আর কারও উপর কি আলো পড়ে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে শুরুটা করলেন ছয় দিয়ে। প্রথম সাত বলে রান ৩১। শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি এল ১৬ বলে। যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। বল হাতেও সফল। তিনি ফিট থাকলে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বাড়বে।
ঈশান কিষান: সৈয়দ মুস্তাক আলিতে ৫১৭ রান করেছেন। স্ট্রাইক রেট প্রায় ২০০। ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে ৫১ বলের সেঞ্চুরিতে ঝাড়খণ্ডকে প্রথম জাতীয় স্তরের টি-টোয়েন্টি খেতাব জিততে সাহায্য করেছেন। গিলকে বসিয়ে তাঁকে ফেরানো মানে স্পষ্ট ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
সঞ্জু স্যামসন: নিয়মিত পারফর্ম করেও সুযোগ পাচ্ছিলেন না সঞ্জু স্যামসন। দলে ফিরেই বুঝিয়ে দিলেন তাঁর সঙ্গে ‘অন্যায়’ হচ্ছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ২২ বলে ৩৭ রান করেন। অনেকে যেমন বলছেন, চারটে চার ও দু’টো ছক্কা হাঁকানো ইনিংসটা যেন ‘বঞ্চনা’র উত্তর।
শিবম দুবে ও অক্ষর প্যাটেল: দলে ঠিকই জায়গা পাবেন শিবম। বোলিং-ব্যাটিং সবই করতে পারেন। যদিও কোনওটারই ঠিকঠাক সুযোগ পাচ্ছেন না। অন্যদিকে অক্ষর প্যাটেলকে ফের সহ-অধিনায়ক করা হয়েছে। তবে কোথায় তাঁকে ব্যাট করানো হবে, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে।
রিঙ্কু সিং ও ওয়াশিংটন সুন্দর: এশিয়া কাপের ফাইনালে জয়ের রানটা এসেছিল রিঙ্কুর ব্যাট থেকে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা হয়নি। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেছে। রনজিতে উত্তর প্রদেশের হয়ে সেঞ্চুরি আছে। আবার টি-টোয়েন্টিতেও রান করেছেন। রিঙ্কু ও ঈশানের অন্তর্ভুক্তি বুঝিয়ে দিল ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়া হচ্ছে। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর ভারতের 'ইউটিলিটি' প্লেয়ার।
Published By: Arpan DasPosted: 04:41 PM Dec 20, 2025Updated: 04:41 PM Dec 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
