Advertisement
ব্যাগের ভারে ঝুঁকছে শৈশব! আপনার সন্তানের পিঠে বড়তি বোঝা, কী বলছে কেন্দ্রের নিয়ম?
কোন ক্লাসের পড়ুয়ার ব্যাগের ওজন কত হওয়া উচিত?
কচি কচি শিশুরা কাঁধে ভারী ব্যাগ বয়ে স্কুলে যাচ্ছে! স্কুলের সিঁড়ি ভেঙে ক্লাসরুমে ঢুকতে গিয়ে তাদের নাজেহাল অবস্থা৷ আরও করুণ দশা দিনভর ক্লাসের শেষে বাড়ি ফেরার সময়৷ ক্লান্ত দেহ ব্যাগের ভারে যেন মাটিতে নুইয়ে পড়ছে শৈশব। এ দৃশ্য আকছার দেখা যায়।
এবার সেই রীতিতে বদল আসছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে স্কুলব্যাগের ওজন বেঁধে দিয়েছে কেন্দ্র। সংসদে সম্প্রতি সেই তথ্য দিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী কোনওভবেই স্কুলব্যাগের ওজন পড়ুয়াদের ওজনের ১০ শতাংশের বেশি হতে পারে না। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই নিয়ম মানা হয় না।
কেন্দ্রের নিয়ম অনুযায়ী, প্রাক প্রাথমিকের পড়ুয়াদের স্কুলে ব্যাগ নিয়ে যেতে হয় না। এক্ষেত্রে পড়ুয়াদের ওজন ১০-১৬ কেজি হয়। সেকারণেই তাঁদের ব্যাগ ছাড়া স্কুলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিশুদের ওজন সাধারণত ১৬-২২ কেজির মধ্যে হয়। তাঁদের ব্যাগের ওজন হতে হবে ১.৬-২.২ কেজির মধ্যে।
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিশুর ওজন ১৭-২৫ কেজির মধ্যে হয়ে থাকে। এক্ষেত্রে ব্যাগের ওজন ১.৭-২৫ কেজি হওয়া বাঞ্চনীয়।
ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ওজন সাধারণত ২০-৩০ কেজি হয়। সেক্ষেত্রে ব্যাগের ওজন ২-৩ কেজি হওয়া উচিত।
একইভাবে অষ্টম-দশম শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হওয়া উচিত ২.৫-৪.৫ কেজি। একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ব্যাগের ওজন হতে হবে ৩.৫ থেকে ৫ কেজি।
আসলে ভারী ব্যাগ বইতে বইতে শিশুদের শিরদাঁড়ায় সমস্যা তৈরি হচ্ছে৷ সমস্যা এমন আকার নিচ্ছে যেখানে শিশুদের স্পাইনাল কর্ডে বিকৃতি দেখা দিচ্ছে৷ পাঠ্যবইয়ের ভারে বিপন্ন হচ্ছে শৈশব, ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের মনন-শরীর৷ স্কুলে যাওয়াই যেন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে শিশুদের কাছে৷ তাই এই নিয়ম। অনেক ক্ষেত্রেই দেখা যায় এই নিয়ম মানা হচ্ছে।
Published By: Subhajit MandalPosted: 12:40 PM Dec 10, 2025Updated: 12:40 PM Dec 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
