Advertisement
৬০ ঘণ্টা, ৪ শহর, ১২ অনুষ্ঠান! একনজরে মেসির ভারত সফরের 'অতিমানবিক' সূচি
ডিসেম্বরের শীত নয়, ভারত এখন কাঁপছে মেসি জ্বরে।
ডিসেম্বরের শীত নয়, ভারত এখন কাঁপছে মেসি জ্বরে। আর ৪৮ ঘণ্টা পরেই ভারতে পা রাখছেন লিওনেল মেসি। তিনদিনের সফরে আর্জেন্টাইন মহাতারকা যাবেন দেশের চারটি শহরে।
প্রত্যেক শহরেই একঝাঁক কর্মসূচি রয়েছে মেসির। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ, খুদেদের সঙ্গে সময় কাটানো, ফ্যাশন শো, মূর্তি উন্মোচন-একাধিক অনুষ্ঠানে দেখা যাবে এলএম টেনকে। একনজরে দেখে নেওয়া যাক তাঁর তিন দিনের সফরনামা।
১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন মেসি । প্রথমেই তিনি কলকাতায় পা রাখবেন। ১৩ ডিসেম্বর সকাল ১০টায় যুবভারতীতে নাচে-গানে মেসিকে শ্রদ্ধা জানানো হবে। সকাল সাড়ে ১০টায় মেসি ঢুকবেন যুবভারতীতে।
মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচ দেখবেন মেসি। সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মঞ্চে থাকতে পারেন শাহরুখ খানও।
যুবভারতীতে দীর্ঘ সময় কাটানোর পর নিজের ৭০ ফুট মূর্তি উন্মোচন করবেন বিশ্বকাপজয়ী। মেসির পাতে নানা বাঙালি খাবার পরিবেশন করা হবে কলকাতায় থাকাকালীন। তারপর রওনা দেবেন বিমানবন্দরের উদ্দেশে।
১৩ ডিসেম্বরই সন্ধে সাতটায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে হাজির থাকবেন মেসি। সেখানে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। একটি কনসার্টও আয়োজিত হবে।
১৪ ডিসেম্বর মুম্বইয়ে পৌঁছবেন মেসি। তারকাদের ফুটবল ম্যাচ দেখবেন বিকেল চারটেয়। সেখান থেকে বিকেল পাঁচটায় মেসি পৌঁছবেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। একটি চ্যারিটি ফ্যাশন শো'য়ে অংশ নেবেন।
Published By: Anwesha AdhikaryPosted: 12:51 PM Dec 11, 2025Updated: 12:51 PM Dec 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
