Advertisement
শ্বেতশুভ্র ভারত-চিন সীমান্তের নাথু-লা থেকে জিরো পয়েন্ট, ফের তুষারপাত উত্তর-পূর্ব সিকিমে
পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন।
শীতকালীন পর্যটন মরশুমের শুরুতেই উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় শুরু তুষারপাত। শ্বেতশুভ্র হয়েছে ভারত-চিন সীমান্তের নাথু-লা থেকে জিরো পয়েন্ট। তুষারের নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সেখানে।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় বিক্ষিপ্তভাবে তুষারপাত চলবে। এদিকে উত্তরের সমতলেও নামছে তাপমাত্রার পারদ। বাড়ছে কুয়াশার দাপট।
দার্জিলিং-কালিম্পং পাহাড়ে বইছে হিমেল হাওয়া। দার্জিলিংয়ের তাপমাত্রা নেমে পৌঁছেছে ৫ ডিগ্রিতে। কালিম্পংয়েও পারদ ঘোরাফেরা করছে ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে। ভরা মরশুমে এখানেও বিভিন্ন পর্যটন কেন্দ্রে বাড়ছে পর্যটকের ভিড়।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের সিকিম কেন্দ্রের অধিকর্তা গোপীনাথ রাহা বলেন, "সিকিমের উঁচু এলাকায় কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা তুষারপাত চলবে। পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব এখানে কোথাও নেই। ওই কারণে ভারী তুষারপাতের সম্ভাবনাও আপাতত নেই।"
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত থেকে উত্তর ও পূর্ব সিকিমের উঁচু এলাকায় হালকা তুষারপাত শুরু হয়েছে। উত্তর সিকিমের নাথু-লা সীমান্ত, ছাঙ্গু উপত্যকার মতো পূর্ব সিকিমের জিরো পয়েন্ট মঙ্গলবার সকাল থেকে তুষার চাদরে মুড়েছে।
Published By: Suhrid DasPosted: 02:51 PM Dec 10, 2025Updated: 02:52 PM Dec 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
