Advertisement
'অশুভ শক্তি'র বিনাশে মদন মোহন মন্দিরে পুজো, কোচবিহারের পথে জনসংযোগে মুখ্যমন্ত্রী
দু'দিনের সফরে আজ সোমবার দুপুরে কোচবিহারে পৌঁছন মুখ্যমন্ত্রী।
কোচবিহারে পৌঁছেই ঐতিহাসিক মদন মোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দু'দিনের সফরে আজ সোমবার দুপুরে কোচবিহারে পৌঁছন তিনি। সেখানে পৌঁছেই প্রথমে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। এরপর সোজা চলে যান মদন মোহন মন্দিরে।
ঘণ্টা বাজিয়ে, মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিগ্রহের সামনে আরতিও করেন মুখ্যমন্ত্রী। সেই ছবি ইতিমধ্যে সমাজমাধ্যমে শেয়ার করেছেন তিনি। যেখানে তিনি লিখছেন, ''সর্বধর্ম সমন্বয়ে পবিত্র হোক শান্তি-সম্প্রীতির পুণ্যভূমি এই বাংলা। আজকে কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী তীর্থস্থান মদনমোহন মন্দির দর্শন করলাম। রাজ্যের সকল নাগরিকের মঙ্গল কামনায় আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেছি। ঈশ্বর যেন সবার জীবনে কল্যাণ ও শান্তি বর্ষণ করেন।''
একইসঙ্গে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরের আধ্যাত্মিক গুরুত্বের কথাও এদিন সমাজমাধ্যমে তুলে ধরেন প্রশাসনিক প্রধান। তিনি আরও লেখেন, ''কোচবিহারের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রার্থনা - ঈশ্বরের আশীর্বাদে আমার ধাত্রীভূমি থেকে সকল বিদ্বেষ মুছে যাক। বিনাশ হোক সকল অশুভ শক্তির।''
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এদিন কোচবিহারের রাস্তার দু'ধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তার বেষ্টনী উপেক্ষা করে স্বভাবসিদ্ধভাবেই এদিন মুখ্যমন্ত্রীকে মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায়।
পাশাপাশি কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভাতেও যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে এসআইআর-সহ একাধিক ইস্যুতে বার্তা দেন। একইসঙ্গে রাজ্য পুলিশকে আরও 'প্রো অ্যাকটিভ' হওয়ার নির্দেশ দেন প্রশাসনিক প্রধান।
রাজ্য পুলিশকেও আরও সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, ''কোচবিহার জেলা বর্ডার জেলা। আইনশৃঙ্খলা ভালোভাবে দেখে রাখতে হবে। বর্ডার এলাকায় অজথা কোনও হস্তক্ষেপ মানা যাবে না।” কড়া হাতে এলাকায় আইনশৃঙ্খলা এবং শান্তি বজায় রাখতে হবে বলেও নির্দেশ মুখ্যমন্ত্রীর।
এদিন প্রশাসনিক বৈঠক থেকে ফের একবার এসআইআর ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, অপরিকল্পিতভাবে এসআইআর করা হচ্ছে। ভোটের আগে উন্নয়ন ঠেকাতেই এসআইআর করা হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। কাজের চাপের মধ্যেও সবাই যাতে সেই কাজে এগিয়ে এসে সাহায্য করেন সেই বার্তা দেন তিনি।
Published By: Kousik SinhaPosted: 07:53 PM Dec 08, 2025Updated: 09:07 PM Dec 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
