Advertisement
'ফিট' গিলকে খেলানো নিয়ে বড় সিদ্ধান্ত সূর্যর, টিম ইন্ডিয়ার প্র্যাকটিসেই 'হাউজফুল' বরাবাটি
স্টেডিয়ামে নিম্নমানের আসন ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন দর্শকরা।
রবিবারই কটকে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক। ৯ ডিসেম্বর, মঙ্গলবার শুরু টি-টোয়েন্টি সিরিজ। তার আগে বারাবাটি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়লেন তিনি। শুভমান ফেরায় ভারতীয় দলের শক্তি যে আরও বাড়ল, সে কথা আলাদা করে বলার দরকার পড়ে না। ছবি: দেবাশিস সেন।
প্রথম টি-টোয়েন্টি ঘিরে উন্মাদনার পারদ চড়ছে কটকে। দিন তিনেক আগেই ভারত বনাম দক্ষিণ আকা ম্যাচের টিকিট কাটতে গিয়ে হুলুস্থুল অবস্থা হয়। কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। টিকিট কাটার তাড়ায় প্রবল ভিড়ে ধাক্কাধাক্কি, দৌড় - সব মিলিয়ে বরাবাটি স্টেডিয়ামের সামনে চূড়ান্ত অব্যবস্থার ছবি ফুটে ওঠে। প্রবল ভিড়ে উন্মত্ত জনতার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। ছবি: সংগৃহীত।
তবে স্টেডিয়ামে নিম্নমানের আসন ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন দর্শকরা। বিশেষ করে স্থায়ী সিট না থাকা, কংক্রিটের ব্লক এবং অস্থায়ী প্লাস্টিকের চেয়ার নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। তাছাড়া সাইটস্ক্রিন এমনভাবে রয়েছে, যার জন্য দৃশ্যমানতার সমস্যা রয়েছে এই মাঠে। এমনকী প্রেস বক্স থেকেও ঠিকমতো দেখা যায় না। স্টেডিয়ামে আধুনিকীকরণেরও অভাব রয়েছে। ছবি: সংগৃহীত।
স্টেডিয়ামের যে উন্নতি দরকার, তা ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্বীকার করেছে। ইতিমধ্যেই তারা বরাবাটি স্টেডিয়ামের পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করেছে। পুরনো পরিকাঠামো ভেঙে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে উঠবে সেখানে। সেখানে ধারণক্ষমতা থাকবে ৬০ হাজার। তবে এই সংস্কারকার্য শুরু হওয়ার আগেই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। ছবি: দেবাশিস সেন।
সেই মাঠেই সোমবার সূর্যকুমার যাদব, শুভমান গিল, জশপ্রীত বুমরাহ, ঋষভ পন্থরা দুপুর ১.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত অনুশীলন করলেন। ভারতীয় দলের অনুশীলন দেখতে গ্যালারিতে উপচে পড়েছিল ভিড়। জানা গিয়েছে, দর্শকদের জন্য ৬ এবং ৭ নম্বর গেট খুলে দেওয়া হয়েছে। প্র্যাকটিস সেশন গ্যালারিতে বসে দেখার অনুমতি থাকলেও তা সরাসরি সম্প্রচারিত হয়নি। ছবি: সংগৃহীত।
রবিবাসরীয় সন্ধ্যায় বরাবাটি স্টেডিয়ামে একাই অনুশীলনে একা নেমে পড়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া। ফাইনালে মাঠে নামতে পারেননি। এবার প্রত্যাবর্তন হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। তার প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চান না তিনি। ছবি: দেবাশিস সেন।
এদিন ভারতের অনুশীলনে এসেছিলেন জাতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকরও। তাঁর সঙ্গে কিছুক্ষণ আলোচনা করতেও দেখা যায় গিলকে। ওপেনিং পার্টনার অভিষেক শর্মার সঙ্গেও কথা বলেন শুভমান। এরপর বেশ কিছুক্ষণ শরীরচর্চার পর ব্যাটিং অনুশীলনে মন দেন তিনি। পিচও পরীক্ষা করে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর-সহ সহকারী কোচরাও। ছবি: সংগৃহীত।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে হার্দিক এবং শুভমানকে নিয়ে টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, "শুভমান পুরোপুরি ফিট। আর হার্দিকের মতো খেলোয়াড় থাকলে দলের ভারসাম্য বাড়ে। এশিয়া কাপেও নতুন বলে বোলিং শুরু করেছিল হার্দিক। ওর অভিজ্ঞতাও অমূল্য। বড় প্রতিযোগিতায় সব সময় ভালো খেলে এসেছে।" ছবি: সংগৃহীত।
তবে প্রথম একাদশে যে খুব বিশেষ বদল হবে না, তা নিয়েও ইঙ্গিত দিয়েছেন সূর্য। আর শুভমানই যে ওপেনিংয়ে অভিষেকের সঙ্গী হতে চলেছেন, এ কথাও জানিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, "শ্রীলঙ্কায় ওপেন নেমেছিল শুভমান। আমরা কিন্তু সঞ্জুকে যথেষ্ট সুযোগ দিয়েছি। ওকে টপ অর্ডারে আনি। তবে ও যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। আগামী দু'টো সিরিজেও প্রথম একাদশে খুব বেশি বদল করতে চাই না। খুব বেশি পরীক্ষানিরীক্ষাও করতে চাই না।"
সূর্যকুমারের কথা থেকেই পরিষ্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনা এখন থেকেই শুরু করে দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। ছবি: দেবাশিস সেন।
Published By: Prasenjit DuttaPosted: 05:04 PM Dec 08, 2025Updated: 05:06 PM Dec 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
