Advertisement
বেথলেহেম থেকে বেঙ্গালুরু, বড়দিনের আনন্দে মাতোয়ারা গোটা বিশ্ব, গির্জায় বিশেষ প্রার্থনায় মোদি
বড়দিনের আলোয় মুড়েছে ইরানও।
আজ বড়দিন। শান্তি, মানবতা ও সৌহার্দ্যের বার্তা বহনকারী এই উৎসবে মেতেছে গোটা বিশ্ব। আলোয় সেজে উঠেছে বেথলেহেম থেকে বেঙ্গালুরু। যুদ্ধের বিষণ্ণতা ভুলে এবার বড়দিনের আলোয় আলেকিত হল ‘যিশুর বাড়ি’ বেথলেহেম। ম্যাঙ্গার স্কোয়ারে চলছে বিশেষ অনুষ্ঠান। ভিড় জমিয়েছেন বহু মানুষ। ছবি: রয়টার্স।
বড়দিনের সাজে সেজে উঠেছে দক্ষিণী রাজ্য বেঙ্গালুরু। বুধবার রাতে সেন্ট মেরিস ব্যাসিলিকায় মোমবাতি জ্বালিয়ে প্রার্থনায় অংশগ্রহণ করেছেন এক খ্রিস্টান কিশোরীর। ছবি: এএফপি।
দিল্লির ক্যাথেড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে বিশেষ প্রার্থনায় যোগদান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সকলকে শান্তি, করুণা এবং আনন্দময় বড়দিনের শুভেচ্ছা জানাই। যিশু খ্রিস্টের শিক্ষা আমাদের সমাজে সম্প্রীতিকে আরও শক্তিশালী করুক।’ ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডল
বড়দিন উপলক্ষে দিল্লির ক্যাথিড্রাল চার্চ অফ দ্য রিডেম্পশনে চলছে বিশেষ প্রার্থনা। অংশগ্রহণ করেছেন বহু মানুষ। ছবি: প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেল।
বড়দিনের আলোতে উজ্বল উত্তর আমেরিকার মেক্সিকো। সান্তাক্লজের পোশাকে এক দমকলকর্মী উপহার তুলে দিচ্ছেন শিশুদের হাতে। ভালোবাসা এবং সম্প্রীতির এই বার্তায় মুখরিত সমাজমাধ্যম। ছবি: রয়টার্স।
বড়দিনের আলোয় মুড়ল ইরান। সান্তার ছোঁয়ায় উৎসবের আমেজ তেহরানে। যদিও সেদেশে জাঁকজমক করে বড়দিন উদযাপন হয় না। ছবি: রয়টার্স।
জঙ্গি হামলার আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সিডনির বন্ডি সমুদ্র সৈকত। বড়দিনের আমেজে সেখানে খুশির হাওয়া। ছবি: সমাজমাধ্যম।
যুদ্ধ বিধ্বস্ত লেবাননে সাধরণ মানুষের দিন কাটে আতঙ্কে, মৃত্যুভয়ে। কিন্তু বড়দিনের খুশির হাওয়ায় সেখানে এখন আনন্দের স্রোত। উদযাপনে মেতেছে শিশুরা। ছবি: এপি।
Published By: Subhodeep MullickPosted: 02:23 PM Dec 25, 2025Updated: 03:24 PM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
