Advertisement
লোহিত সাগরের নির্জন দ্বীপে বিলাসবহুল দুই ভিলা কিনলেন রোনাল্ডো, দাম শুনলে চমকে যাবেন
কিংবদন্তি ফুটবলারের পরিবারকে স্থানীয় কমিউনিটিতে স্বাগত জানানো হয়েছে।
লোহিত সাগরের বুকে সূর্যাস্ত হচ্ছে। ঘন কমলা রং জলরাশিকে ধুয়ে দিচ্ছে। সূর্যের ডুব দেওয়ার সেই দৃশ্য দেখতে কে না চাইবেন? এমন মায়াবী তীরে একটা বাড়ি থাকলে কেমন হত! লালচে আভার শৈবাল, গভীর জলোচ্ছ্বাস, জলের ভিতরের জীবনের সৌন্দর্য সেই বাড়ির বারান্দায় বসে প্রিয় মানুষটির সঙ্গে উপভোগ করা অনেকটা স্বপ্নের মতো। সেই স্বপ্ন পূরণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লোহিত সাগর তীরে দু'টি বিলাসবহুল ভিলা কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
সৌদি আরবের রাজধানী রিয়াধে তাঁর বর্তমান বাসস্থান। সেখান থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এই নতুন ভিলা দু'টি। ভিলাগুলোর নকশা লর্ড নরম্যান ফস্টারের। বিশ্বখ্যাত ব্রিটিশ স্থপতি তিনি। যেখানে দু'টি ভিলা গড়ে উঠেছে, তা সংরক্ষিত। এলাকাটি অভিজাতদের অবকাশযাপনের জন্য একেবারে আদর্শ।
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য সান' জানিয়েছে, বিলাসবহুল ভিলাগুলির প্রথম ক্রেতাদের একজন সিআর৭। ভিলাগুলি দেখতে কেমন? 'সান'-এ লেখা হয়েছে, 'ভিলাগুলির নকশা আপনাকে তাক লাগিয়ে দেবে। এর উৎকর্ষতা দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই। সঙ্গে প্রকৃতির সহজ-সুন্দর রূপের বিশালতার সঙ্গে নিজের মতো করে মিশে যাওয়া যায় এই ভিলায় বসে। যা গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে ব্যক্তিগত দ্বীপ গন্তব্যগুলোর একটিতে।'
কীভাবে পৌঁছানো যায় এই দ্বীপে? এখানে যেতে গেলে প্রথমে যেতে হবে রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেখান থেকে এরপর সি-প্লেন বা নৌকায় স্বর্গীয় দ্বীপ নুজুমা। রোনাল্ডো জানিয়েছেন, এখানকার সৌন্দর্য আর নীরবতা তাঁকে আর জর্জিনাকে প্রথম দেখাতেই মুগ্ধ করেছে। এখানে তাঁরা শান্তি খুঁজে পেয়েছেন। সেই গভীর টান থেকেই এই ভিলা কেনা।
দু'টি ভিলার একটি তিন বেডরুমের। অন্যটি দুই বেডরুমের। সৌদি গেজেটকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো বলেন, "লোহিত সাগর সত্যিই অসাধারণ একটি জায়গা। সমস্ত দিক থেকে এলাকাটি ব্যতিক্রমী। প্রথম দিন থেকেই আমি ও জর্জিনা এই দ্বীপের প্রেমে পড়ে গিয়েছি। এখানকার সঙ্গে এক গভীর সংযোগ অনুভব করেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এককথায় অসাধারণ।"
কিংবদন্তি ফুটবলারের পরিবারকে স্থানীয় কমিউনিটিতে স্বাগত জানানো হয়েছে। রেড সি ইন্টারন্যাশনালের সিইও জন পাগানো বলেন, "রোনাল্ডো এবং জর্জিনাকে রেড সি রেসিডেন্সেস কমিউনিটিতে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যাঁরা প্রকৃতি ভালোবাসেন, যাঁরা পরিবেশের সঙ্গে সংযোগ রাখতে চায়, তাঁদের জন্য এই গন্তব্য একেবারে আদর্শ। রোনাল্ডো এখানে বাড়ি কিনে প্রমাণ করেছেন, তিনি প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে চান। সঙ্গে যদি পরিবার থাকে, তাহলে তো কথাই নেই। তাঁদের সহায়তা করার জন্য মুখিয়ে রয়েছি।"
২০১৭ সালের জুলাই মাসে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন লোহিত সাগর প্রকল্প ঘোষণা করেছিলেন। অঞ্চলটি উমলুজ এবং আল-ওয়াজ শহরের মধ্যে তাবুক প্রদেশে অবস্থিত। এখানে লোহিত সাগরের ২০০ কিলোমিটার উপকূলরেখা, মরুভূমি, সৈকত, আগ্নেয়গিরি এবং পর্বতমালা রয়েছে। ৯০টিরও বেশি অক্ষত উপকূলীয় দ্বীপ রয়েছে। ২০২৩ সালের নভেম্বরে, এখানকার সিক্স সেন্সেস সাউদার্ন ডিউনস রিসোর্টটি অতিথিদের জন্য প্রথম খোলা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে সেন্ট রেজিস হোটেলস অ্যান্ড রিসোর্টস, মে মাসে রিটজ-কার্লটন রিজার্ভের নুজুমা, ২০২৪ সালের অক্টোবরে শেবারা রিসোর্ট, ডিসেম্বরে ডেজার্ট রক রিসোর্ট এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনটি শুরা আইল্যান্ড রিসোর্ট খোলা হয়। পুরো প্রকল্পে প্রাকৃতিক প্রবেশের মাঝে ১৯টি ভিলা রয়েছে।
প্রথম থেকেই ধনকুবেরদের জন্য জায়গাটা সুপারহিট। এখানেই রোনাল্ডোর ভিলা দু'টি কিনতে মোট খরচ হয়েছে ৭ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৫ কোটি টাকা। ভিলাগুলির সঙ্গে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল, খোলা লিভিং স্পেস। যেখান থেকে বসে মনোরম সমুদ্রদৃশ্য দেখা যায়। রয়েছে প্যানোরামিক জানালা এবং টেলিস্কোপ। তাছাড়াও ওয়াটার স্পোর্টস, ডাইভিং সেন্টার, বিলাসবহুল স্পা-এর সুবিধা। ২০২৩ সালে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে রোনাল্ডোর বার্ষিক বেতন কয়েক গুণ বেড়েছে। বছরের শেষে তাঁর আয় ১৭৭ মিলিয়ন পাউন্ড। সুতরাং লোহিত সাগরের তীরে বিলাসবহুল ভিলা কেনা পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের কাছে কোনও ব্যাপারই নয়।
Published By: Prasenjit DuttaPosted: 06:24 PM Dec 28, 2025Updated: 06:28 PM Dec 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
