Advertisement
দমদম পার্ক ভারতচক্রে এবার সুশান্ত ম্যাজিক, পুজোর রজত জয়ন্তীতে থাকছে বিশেষ চমক
এবার পুজোর আগেই শুরু হবে পুজো। ছবি: ব্রতীন কুণ্ডু।
সুশান্ত শিবাণী পাল। কলকাতার দুর্গাপুজোর আঙিনায় এই 'নাম হি কাফি হ্যায়'। নিজের সৃজনশীল কাজ দিয়ে বছরের পর বছর পুজোপ্রেমীদের মন মাতান তিনি। 'আসছে বছর আবার হবে' রব তুলে বাড়িয়ে দেন প্রত্যাশাও। এবার সেই সুশান্ত শিবাণী পালের ম্যাজিক দেখা যাবে দমদম পার্ক ভারতচক্রে।
দমদম এলাকার অন্যতম নামী এই মণ্ডপ এবার রজত জয়ন্তী উদযাপনের প্রস্তুতি শুরু করেছে। বলে দেওয়ার অপেক্ষা রাখে না, শুধু শিল্পীর নামে নয়, আরও নানা চমক দিতে চলেছে এই পুজো কমিটি।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের তরফে প্রতীক চক্রবর্তী জানান এবারের বিশেষ চমকের কথা। তিনি বলেন, এবার মহালয়ার অনেক আগেই দর্শনার্থীদের জন্য খুলে যাবে মণ্ডপ। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সন্ধে ৬টা থেকে রাত ৩টে পর্যন্ত ফাঁকায় ফাঁকায় ঘুরে দেখে নেওয়া যাবে সুশান্ত পালের সৃষ্টি।
তবে এর জন্য অনলাইনে কেটে ফেলতে হবে টিকিট। যা পাওয়া যাবে জোম্যাটোয়। ২৯ জুন থেকেই মিলবে টিকিট। একজনের প্রবেশমূল্য ১০০ টাকা, দুই এবং চারজনের প্রবেশমূল্য যথাক্রমে ১৫০ ও ৩০০ টাকা। আরও বিস্তারিত জানা যাবে ক্লাবের ফেসবুক পেজে।
এবার নিশ্চয়ই জানতে চাইবেন, পুজো শুরুর আগেই ভারতচক্রে গিয়ে শিল্পীর কোন ভাবনার সাক্ষী থাকার সুযোগ পাবেন? তা জানতে আরও খানিকটা অপেক্ষা করতেই হবে। কারণ আগামী ১৫ আগস্ট নিজেদের থিম উন্মোচন করবে এই পুজো কমিটি।
Published By: Sulaya SinghaPosted: 08:36 PM Jun 28, 2025Updated: 03:09 PM Jun 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
