Advertisement
কল্যাণীতে ডার্বিযুদ্ধের দামামা, শেষ মহড়ায় মোহনবাগান-ইস্টবেঙ্গল, রইল অনুশীলনের ছবি
দুই দলই সিনিয়র দলের কয়েকজন প্লেয়ারকে খেলাতে পারে।
কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল। হতে পারে যুব দল খেলবে, তবে বড় ম্যাচ তো বড় ম্যাচই। যদিও দুই দলই সিনিয়র দলের কয়েকজন প্লেয়ারকে খেলাতে পারে। যাই হোক না কেন, কল্যাণীতে দুই দলই আগুন ঝরাতে নামবে। ছবি: অমিত মৌলিক
পাঁচ ম্যাচে দশ পয়েন্ট পাওয়া মোহনবাগান আত্মবিশ্বাসে ভরপুর হয়ে মাঠে নামবে। চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল। যদিও এসব পরিসংখ্যান ডার্বিতে খাটে না। বড় ম্যাচের আগে তাই সতর্ক হয়ে মাঠে নামতে চাইছে দুই দলই। ছবি: অমিত মৌলিক
রাজারহাট সেন্টার ফর এক্সেলেন্সে অনুশীলনে মগ্ন ছিল মোহনবাগান। যুবদলের ফুটবলারদের পাশাপাশি কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাটের মতো সিনিয়র দলের ফুটবলাররাও ডার্বির প্রস্তুতি সেরা রাখলেন। ভুলে গেলে চলবে না, বড়দের ডার্বিতে হ্যাটট্রিক রয়েছে কিয়ানের। ছবি: অমিত মৌলিক
অন্যদিকে যুবভারতীর অনুশীলনের মাঠে দেখা গেল ইস্টবেঙ্গলের সিনিয়র দলের একঝাঁকে মুখকে। যাঁদের মধ্যে মার্তণ্ড রায়না, এডমুন্ড, দেবজিৎ, ডেভিডরা ডুরান্ডের প্রথম ম্যাচজয়ী দলেও ছিলেন। এর পাশাপাশি ছিলেন চাকু মান্ডি, সায়ন বন্দ্যোপাধ্যায়রা। ছবি: অমিত মৌলিক
মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা খেলছিও ভালো। কলকাতা লিগে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছি। তাছাড়াও ডার্বিতে আমরা বেশ কিছু সিনিয়র ফুটবলারকেও পাব।" ছবি: অমিত মৌলিক
অন্যদিকে ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ বলেন, “ডার্বি তো একটা যুদ্ধের মতো। যেখানে জয় ছাড়া আর কিছু ভাবতে চাই না। সমর্থকদের কাছে ডার্বির গুরুত্ব অপরিসীম। ওরা জয়ের আনন্দে হাসে। পরাজয়ে কাঁদে। তাঁদের কথা মাথায় রেখে জয়ের জন্য ঝাঁপাতে হবে।” ছবি: অমিত মৌলিক
Published By: Arpan DasPosted: 09:47 PM Jul 25, 2025Updated: 09:47 PM Jul 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
