Project Cheetah: বিশেষ বিমানে মোদির জন্মদিনে দেশে আসছে নামিবিয়ার ৮ চিতা, রাখা হবে মধ্যপ্রদেশে
08:46 PM Sep 16, 2022 | Sayani Sen
Advertisement
Tap to expand চিতার বংশবৃদ্ধি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উদ্যোগ 'প্রজেক্ট চিতা'।
Tap to expand নামিবিয়া থেকে ভারতে আসছে আটটি চিতা (Cheetah)। বি-৭৪৭ জাম্বো জেট বিমানে ভারতে আনা হচ্ছে চিতাগুলিকে। বিমানটিতে খাঁচার বন্দোবস্ত করা হয়েছে। বিমানে রয়েছেন একজন পশু চিকিৎসক এবং বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী।
Tap to expand শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ওই চিতাগুলিকে মধ্যপ্রদেশের শেওপুরের কুনো জাতীয় উদ্যানে ছাড়া হবে। আপাতত তার ঘেরা মুক্ত জঙ্গলে থাকবে তারা।
Tap to expand ৩টি পুরুষ ও ৫টি স্ত্রী মিলিয়ে মোট ৮টি চিতা আনা হচ্ছে। সাড়ে পাঁচ বছর বয়সি পুরুষ চিতা দু'টি সম্পর্কে দুই ভাই। একই মায়ের সন্তান তারা।
Tap to expand একটি সাড়ে চার বছরের চিতাকেও আনা হচ্ছে ভারতে। সে ২০১৮ সালে ইরিন্ডি প্রাইভেট গেম রিজার্ভে জন্মায়।
Tap to expand নামিবিয়া থেকে ভারতে আসছে সাড়ে পাঁচ বছর বয়সি একটি স্ত্রী চিতা। ২০১৭ সালে জন্মানোর পর থেকে অপুষ্টিতে ভুগছিল তারা। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে সুস্থ হওয়ার পর ২০১৮ সালের শুরুর দিকে সিসিএফ সেন্টারে ছেড়ে দেওয়া হয় তাদের।
Tap to expand নামিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পাওয়া চিতাটিও ভারতে আসছে।
Tap to expand নামিবিয়া থেকে ভারতে আসা সবচেয়ে ছোট চিতাটি মাত্র দু'বছর বয়সি। তাকে ২০২০ সালে গোবাবিসে একটি জলের পাইপের কাছ থেকে উদ্ধার করা হয় তাকে।
Tap to expand এছাড়াও আড়াই এবং সাড়ে তিন বছর বয়সি দু'টি স্ত্রী চিতাকে নামিবিয়া থেকে ভারতে আনা হচ্ছে।