Advertisement
'শাশুড়ি'র সঙ্গে 'লং ডিস্টেন্স দর্শন', বর্ষবরণে হার্দিকের মাকে ভিডিও কল মাহিকার, ভাইরাল ছবি
নতুন বছরে ভক্তদের জন্য নতুন চমক উপহার দিলেন হার্দিক-মাহিকা।
বড়দিন পালন করতে গিয়ে যথেষ্ট হেনস্তার মুখে পড়তে হয়েছিল। তাই বর্ষবরণ উপলক্ষে একেবারে ঘরোয়া মেজাজেই থাকলেন হার্দিক পাণ্ডিয়া। তবে সোশাল মিডিয়ায় প্রেমিকা মাহিকা শর্মাকে ভালোবাসায় ভরাতে ভোলেননি।
বছরভর মাহিকার সঙ্গে কাটানো একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তারকা ক্রিকেটার। কোনওটায় তাঁরা একসঙ্গে পুজোয় বসেছেন, কোনওটায় আবার পোষ্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে জুটিকে।
তবে নতুন বছরে ভক্তদের জন্য নতুন চমক উপহার দিলেন হার্দিক-মাহিকা। সেই দেখে সকলের প্রশ্ন, তাহলে নতুন বছরে কি নতুন ইনিংস শুরু করছেন তাঁরা? চারহাত কি খুব দ্রুতই এক হচ্ছে?
বর্ষবরণ কীভাবে কাটল, সেই ইঙ্গিত দিয়ে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন মাহিকা। দেখা যাচ্ছে, প্রেমিকাকে সঙ্গে নিয়ে হার্দিক ভিডিও কলে ব্যস্ত। ফোনের অপর প্রান্তে রয়েছেন হার্দিকের মা, নলিনী পাণ্ডিয়া।
পুত্রের সঙ্গে 'বউমা' মাহিকাকে দেখে যারপরনাই খুশি হার্দিকের মা। হাসিমুখে কথা বলা নলিনীর ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মাহিকা। সঙ্গে ক্যাপশন, 'লং ডিস্টেন্সেই দর্শন'।
সেই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভক্তকুলের মতে, হার্দিক-মাহিকাই 'বেস্ট জোড়ি'। অনেকে আবার প্রশ্ন করছেন, 'শাশুড়ি'র সম্মতি নিয়ে চলতি বছরেই কি বিয়ে করছেন মাহিকা?
Published By: Anwesha AdhikaryPosted: 11:07 AM Jan 03, 2026Updated: 11:07 AM Jan 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
