Advertisement
হকি কিংবা ক্রিকেট, ভারত-পাকিস্তান, দু'দেশের হয়েই মাঠে নামা খেলোয়াড়রা
হকি হোক কিংবা ক্রিকেট, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা।
হকি হোক কিংবা ক্রিকেট, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। এই কিন্তু এর বাইরেও এমন কিছু রয়েছে, যা আমাদের আজও বিস্মিত করে। বিস্ময়ের অতলে ডুব দিয়ে খুঁজে আনা হল এমন ক্রীড়া ব্যক্তিত্বদের, যাঁরা ভারত-পাকিস্তান দুই দেশের হয়েই প্রতিনিধিত্ব করেছেন।
আলি দারা: ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল ভারত। সোনাজয়ী ভারতীয় দলের হয়ে খেলেছিলেন আলি দারা। আবার ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে পাকিস্তানের অধিনায়কত্ব করেছিলেন। ভারতীয় সেনাবাহিনীতেও ছিলেন তিনি। দীর্ঘদিন পাকিস্তান হকি দলের কোচের দায়িত্ব সামলেছিলেন। এরমধ্যে ছিল ১৯৭৬ সালের মন্ট্রিল অলিম্পিক।
লতিফ-উর-রহমান: ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতের হকি দলে ছিলেন। স্বর্ণপদকও জিতেছিলেন সেই অলিম্পিকে। ১৯৫৬ সালের অলিম্পিকে পাকিস্তানের হয়ে জয়ী হয়েছিলেন রুপোর পদক। '৫৬ অলিম্পিকে সোনাজয়ী দল ভারত।
আখতার হোসেন: ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতীয় হকি দলের হয়ে স্বর্ণপদক এবং ১৯৫৬ সালের অলিম্পিকে পাকিস্তানের হয়ে রুপোর পদক জিতেছিলেন।
পিটার পল ফার্নান্দেজ: ১৯৩৬ সালের অলিম্পিকে ভারতীয় হকি দলের প্রতিনিধিত্ব করেন। ১৯৪৮-এ নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান হকি দলে।
আমির ইলাহি: ১৯৪৭ সালে সিডনিতে ভারতীয় ক্রিকেট দলে অভিষেক হয় তাঁর। কিন্তু ১৯৫২-৫৩ সালে পাকিস্তানের হয়ে আরও পাঁচটি ম্যাচ খেলেন।
Published By: Prasenjit DuttaPosted: 02:12 PM Apr 27, 2025Updated: 02:12 PM Apr 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
