Advertisement
কঠোর অনুশাসন থেকে দেশাত্মবোধ, সেনা পরিবারে বেড়ে ওঠা বলিউড তারকাদের দেশপ্রেমের গাথা
রইল ফৌজি পরিবারে বেড়ে ওঠা বলিউড তারকাদের অ্যালবাম।
ব্রহ্মাণ্ডসুন্দরী বঙ্গতনয়া সুস্মিতা সেনের বেড়ে ওঠাও সৈনিক পরিবারে। তাঁর বাবা বাবা সুবীর সেন ছিলেন বায়ুসেনায় উইং কমান্ডার।
বলিউড ও হলিউডে নিজের পরিচয় করেছেন যে অভিনেত্রী তিনি প্রিয়াঙ্কা চোপড়া। 'দেসি গার্ল'-এর মা ও বাবা দু'জনই ছিলেন সেনাবাহিনির চিকিৎসক।
কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও জীবনের সব ক্ষেত্রে শৃঙ্খলাপরায়ণ হওয়া এই সবকটি গুণ রয়েছে স্বনামধন্য অভিনেতা অক্ষয় কুমারের মধ্যে। বলিউডের এই অভিনেতার উঠে আসা এক সেনা পরিবার থেকে। তাঁর বাবা হরি ওম ভাটিয়া ছিলেন অমৃতসর রেজিমেন্টের একজন আর্মি অফিসার।
জনপ্রিয় অভিনেত্রী অনুস্কা শর্মার জন্ম ও বেড়ে ওঠাও সৈনিক পরিবারে। অভিনেত্রীর বাবা ছিলেন কর্নেল অজয় কুমার শর্মা। যিনি কারগিল যুদ্ধেও সামিল ছিলেন। বলিউডে নাম- যশ ও খ্যাতি অর্জনের আগে অবধি অনুস্কা ছিলেন বাকি আর পাঁচজন সৈনিক পরিবারের সন্তানের জীবনযাপনে অভ্যস্ত।
বাবাকে হারিয়েছিলেন মাত্র ১৩ বছর বয়সে। তিনি অভিনেত্রী প্রীতি জিনটা। অভিনেত্রীর বাবা দুর্গানন্দ জিনটা ছিলেন ভারতীয় সেনা কর্মকর্তা। তবে যুদ্ধক্ষেত্রে নয় বরং একটি গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হন অভিনেত্রীর বাবা।
নিজের অভিনয়ের যোগ্যতায় বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র জগতে নাম করেছেন অভিনেত্রী রাকুল প্রিত সিং। তাঁর বাবা ছিলেন সেনা কর্মকর্তা রাজেন্দ্র সিং। মাঝেমাঝেই বাবার সঙ্গে নানা ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নেন অভিনেত্রী।
Published By: Arani BhattacharyaPosted: 06:10 PM Jul 26, 2025Updated: 06:10 PM Jul 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
