আইপিএলের নিলামে কী স্ট্র্যাটেজি? কাদের টার্গেট করবে KKR?
নাইটদের নজরে রয়েছেন এই নয় ক্রিকেটার।
Tap to expand
গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর গোটা দল নতুন করে সাজাতে চায় KKR। সেকারণেই নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় এক ডজন তারকাকে। সেই তারকাদের তালিকায় যেমন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন রয়েছেন তেমনই রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাসরাও।
Tap to expand
এবারের নিলামে কেকেআর মোট ১২ জন ক্রিকেটার কিনতে পারবে। এদের মধ্যে বিদেশি কেনা যাবে ৪ জন। নাইটদের হাতে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।
Tap to expand
প্যাট কামিন্স: নিলামের আগে পেস বিভাগের প্রায় গোটাটাই ছেঁটে ফেলেছে কেকেআর। তাই নিলামে মূলত পেসারদের জন্য ঝাঁপাবে নাইটরা। সেক্ষেত্রে সবার আগে নাইটদের টার্গেটে থাকবেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বল হাতে যেমন পেস বিভাগের নেতৃত্ব দিতে পারবেন, তেমনি লোয়ার অর্ডারে ব্যাটটাও করতে পারবেন।
Tap to expand
মিচেল স্টার্ক: প্যাট কামিন্সের মতো মিচেল স্টার্কও একই কাজ করতে পারবেন নাইটদের জন্য। তাঁর বাড়তি সুবিধা হল তিনি বাঁহাতি। আর নাইট শিবিরে আর কোনও বাঁহাতি পেসার নেই। তবে স্টার্ককে দলে নিয়ে অতীত অভিজ্ঞতা বিশেষ ভালো নয় কেকেআরের। সেটাও ভাববেন গম্ভীর।
Tap to expand
দিলশান মধুশঙ্কা: বিদেশি পেসারদের মধ্যে কামিন্স এবং স্টার্ককে না কেনা গেলে কেকেআরের পছন্দ হতে পারেন দিলশান মধুশঙ্কা। শ্রীলঙ্কার এই পেসার যেমন সুইং করাতে পারেন, তেমন ডেথ ওভারটাও সামলাতে পারবেন। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।
Tap to expand
আজমতুল্লাহ ওমরজাই: আন্দ্রে রাসেলের বিকল্প খোঁজা নাইটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ক্যারিবিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে সবসময় একটা প্রশ্ন থেকে যায়। রাসেলের বিকল্প হিসাবে আফগান তারকা ওমরজাই নজরকাড়া হতে পারেন। তিনি যেমন বলটা ভালো করেন, ব্যাট হাতেও তেমন ম্যাচের গতি ঘোরানোর ক্ষমতা আছে।
Tap to expand
চেতন সাকারিয়া: বিদেশি পেসারের পাশাপাশি ভারতীয় পেসারও কিনতে চাইবে নাইটরা। সেক্ষেত্রে বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার নাম উঠে আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে কার্তিক ত্যাগীর নামও।
Tap to expand
শাহরুখ খান: নাইটদের অন্যতম বড় দুর্বলতা হল দেশি ভালো উইকেটরক্ষক না থাকা। এই সমস্যার সমাধান করতে পারেন শাহরুখ খান। লোয়ার অর্ডারে এসে ব্যাটটাও বেশ ভালোই করেন তিনি।
Tap to expand
তাবরিজ শামসি: এমনিতে কেকেআরের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে গত মরশুমে নারিনকে সেরা ছন্দে দেখা যায়নি। তাই নারিনের বিকল্প হিসাবে কম দামে পেলে শামসিকে কিনে নিতে পারেন মেন্টর গম্ভীর।
Published By: Subhajit MandalPosted: 04:56 PM Dec 17, 2023Updated: 04:58 PM Dec 17, 2023
নাইটদের নজরে রয়েছেন এই নয় ক্রিকেটার।