Advertisement
আইপিএলের নিলামে কী স্ট্র্যাটেজি? কাদের টার্গেট করবে KKR?
নাইটদের নজরে রয়েছেন এই নয় ক্রিকেটার।
গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর গোটা দল নতুন করে সাজাতে চায় KKR। সেকারণেই নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় এক ডজন তারকাকে। সেই তারকাদের তালিকায় যেমন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন রয়েছেন তেমনই রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাসরাও।
এবারের নিলামে কেকেআর মোট ১২ জন ক্রিকেটার কিনতে পারবে। এদের মধ্যে বিদেশি কেনা যাবে ৪ জন। নাইটদের হাতে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।
প্যাট কামিন্স: নিলামের আগে পেস বিভাগের প্রায় গোটাটাই ছেঁটে ফেলেছে কেকেআর। তাই নিলামে মূলত পেসারদের জন্য ঝাঁপাবে নাইটরা। সেক্ষেত্রে সবার আগে নাইটদের টার্গেটে থাকবেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বল হাতে যেমন পেস বিভাগের নেতৃত্ব দিতে পারবেন, তেমনি লোয়ার অর্ডারে ব্যাটটাও করতে পারবেন।
মিচেল স্টার্ক: প্যাট কামিন্সের মতো মিচেল স্টার্কও একই কাজ করতে পারবেন নাইটদের জন্য। তাঁর বাড়তি সুবিধা হল তিনি বাঁহাতি। আর নাইট শিবিরে আর কোনও বাঁহাতি পেসার নেই। তবে স্টার্ককে দলে নিয়ে অতীত অভিজ্ঞতা বিশেষ ভালো নয় কেকেআরের। সেটাও ভাববেন গম্ভীর।
দিলশান মধুশঙ্কা: বিদেশি পেসারদের মধ্যে কামিন্স এবং স্টার্ককে না কেনা গেলে কেকেআরের পছন্দ হতে পারেন দিলশান মধুশঙ্কা। শ্রীলঙ্কার এই পেসার যেমন সুইং করাতে পারেন, তেমন ডেথ ওভারটাও সামলাতে পারবেন। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।
আজমতুল্লাহ ওমরজাই: আন্দ্রে রাসেলের বিকল্প খোঁজা নাইটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ক্যারিবিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে সবসময় একটা প্রশ্ন থেকে যায়। রাসেলের বিকল্প হিসাবে আফগান তারকা ওমরজাই নজরকাড়া হতে পারেন। তিনি যেমন বলটা ভালো করেন, ব্যাট হাতেও তেমন ম্যাচের গতি ঘোরানোর ক্ষমতা আছে।
চেতন সাকারিয়া: বিদেশি পেসারের পাশাপাশি ভারতীয় পেসারও কিনতে চাইবে নাইটরা। সেক্ষেত্রে বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার নাম উঠে আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে কার্তিক ত্যাগীর নামও।
Published By: Subhajit MandalPosted: 04:56 PM Dec 17, 2023Updated: 04:58 PM Dec 17, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ