Advertisement
Padma Awards 2021: 'পদ্ম' সম্মান কঙ্গনা, করণ, আদনান, পিভি সিন্ধুদের, দেখুন ছবি
মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান দেওয়া হল প্রয়াত বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও অরুণ জেটলিকে।
পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে সোমবার রাষ্ট্রপতি ভবন যেন চাঁদের হাট। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের পদ্ম সম্মান ভূষিত করা হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃতীদের হাতে তুলে দিলেন এই সম্মান। রাষ্ট্রপতি সম্মান পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
এ বছর ১১৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। যার মধ্য়ে ৭ জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল। এদিন পদ্মশ্রী পেলেন সংগীত শিল্পী আদনান সামি।
পদ্মবিভূষণ সম্মান পেলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সবুজ রঙের বাহারি শাড়িতে একেবারে অন্যরকম অবতারে দেখা গেল পিভি সিন্ধুকে। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি সিন্ধু।
তবে শুধু পিভি সিন্ধু নয়। এদিন পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এমএস রানি। এই সম্মান পেয়ে এমএস রানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের সম্মান আমাদের দেশের মহিলা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
বলিউডের মশালা ছবি মানেই করণ জোহর। বক্স অফিসে তাঁর একের পর ছবি সুপারহিট। এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন পরিচালক করণ জোহর। টেলিভিশন ধারাবাহিকে নতুন ট্রেন্ড তৈরি করেছেন একতা কাপুর। তাঁকেও দেওয়া হল পদ্মশ্রী সম্মান।
Published By: Akash MisraPosted: 06:08 PM Nov 08, 2021Updated: 08:59 PM Nov 08, 2021
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
