Advertisement
চলছে পবিত্র শ্রাবণ মাস, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
ভারতের এই ১২টি স্থানে মহাদেব স্বয়ং নিজেই শিবলিঙ্গ রূপে অধিষ্ঠিত হয়েছেন।
হিন্দু ধর্মে শ্রাবণ মাসের আলাদা মাহাত্ম্য রয়েছে। শ্রাবণ মানেই শিবের মাস। মন্দিরে মন্দিরে ভক্তের ঢল। ভারতবর্ষে যে সমস্ত শিবলিঙ্গ স্বয়ম্ভু, সেই সব শিবলিঙ্গকে বলা হয় জ্যোতির্লিঙ্গ। গোটা ভারত জুড়ে এরকম ১২ টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এগুলির মধ্যে গুজরাটের শ্রী সোমনাথের মন্দির অতি প্রাচীন। সোমনাথের আদি মন্দিরটি বহিরাগত শক্তির দ্বারা ধ্বংস হওয়ায় পরে নতুন মন্দির নির্মিত হয়েছে।
অন্ধপ্রদেশের তুর্ণুল জেলায় শ্রীশৈলম নামের এক পাহাড় ঘেরা স্থানে রয়েছে আরেক জ্যোতির্লিঙ্গ শ্রীমল্লিকার্জুন। এখানে মহাদেব জল বেষ্টিত হয়ে রয়েছেন। কারণ অদূরেই কৃষ্ণা নদী বয়ে চলেছে। মহাশিবরাত্রিতে এখানে ভক্তের ঢল নামে।
মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে রয়েছে শ্রীমহাকালের মন্দির। কথিত আছে, শ্রীরামচন্দ্র পিতার পিণ্ড দান করেছিলেন এই মহাকালেই। এখানে মাটির নীচে রয়েছে মূল মন্দির।
মধ্যপ্রদেশেই রয়েছে আরেক জ্যোতির্লিঙ্গ ওঁকারেশ্বর মন্দির। এই স্থানেই আদি শঙ্করাচার্য দীক্ষাগ্রহণ করেছিলেন এবং সিদ্ধিলাভও করেন। নর্মদা নদীর দ্বীপে এই মন্দিরটি রয়েছে।
পঞ্চকেদারের শ্রীকেদারনাথ মন্দিরটি উত্তরকাশী জেলার গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। প্রতি বছর বহু তীর্থযাত্রী এখানে আসেন শিবলিঙ্গ দর্শনে।
পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত প্রসিদ্ধ এক তীর্থক্ষেত্র শ্রীভীমাশঙ্কর। কালো পাথরের ছোট শিবলিঙ্গ রূপে মহাদেব এখানে বিরাজ করছেন। শিবরাত্রিতে বিশাল ভক্তের ঢল নামে এখানে। এখানকার প্রকৃতিক দৃশ্য অতি মনোরম।
দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রীনাগেশ্বর মহাদেব মন্দির। গুজরাটের দ্বারকা শহরে অবস্থিত। হিন্দু ধর্মানুসারে এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
Published By: Buddhadeb HalderPosted: 09:47 PM Jul 29, 2025Updated: 09:47 PM Jul 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
