Advertisement
ফুটবলে GOAT, স্বামী-বাবা হিসেবেও দশে দশ, ৪১-এ পা কিংবদন্তি সুনীলের
বিশেষ এই দিনটিতে দেশবাসী তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৯৫টি আন্তর্জাতিক গোল। এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। আজ, ৩ আগস্ট ভারতীয় ফুটবল দলের অধিনায়কের জন্মদিন। ৪১-এ পড়লেন তিনি। বিশেষ এই দিনটিতে দেশবাসী তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।
কেবল ফুটবলার হিসেবেই নয়, স্ত্রী পুত্রের কাছেও তিনি মাটির মানুষ। আদর্শ স্বামী ও আদর্শ বাবা। ২০২৩ সালের আগস্টে পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন সোনম। সেই সময় সব সময় স্ত্রীর পাশে ছিলেন সুনীল। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর কাছে থাকবেন বলেই জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন সুনীল।
এর আগে ইন্টার কন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে নিজের সেলিব্রেশনের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন, শীঘ্রই তাঁর সংসারে আসতে চলেছে নতুন সদস্য।
সেদিন ঠিক যেভাবে সন্তানকে কোলে নিয়ে দোল খাওয়ানো হয়, সেভাবেই হাত নাড়িয়ে সেলিব্রেশন করেছিলেন তিনি। ম্যাচ দেখতে কলিঙ্গ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্ত্রী সোনম ভট্টাচার্য। তাঁর দিকে ভালোবাসায় ভরা চুমুও ছুড়ে দিয়েছিলেন তিনি।
২০২৩ সালের মোহনবাগান দিবসে প্রকাশিত হয়েছিল সুব্রত ভট্টাচার্যর আত্মজীবনী 'ষোলো আনা বাবলু', সেদিন অনুষ্ঠানে আলো করে ছিলেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। সম্পর্কে সুনীলের শ্বশুর সুব্রত ভট্টাচার্য।
Published By: Prasenjit DuttaPosted: 04:10 PM Aug 03, 2025Updated: 04:10 PM Aug 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
