Advertisement
মায়ামি ম্যাচে শুধু মেসিকে নিয়ে আলাদা সম্প্রচার! বরাদ্দ চারটি ক্যামেরা, কী এই 'মেসি ক্যাম'?
ভারতে দেখা যাবে এই সম্প্রচার?
শুধু লিওনেল মেসিকে নিয়ে ফের আলাদা সম্প্রচার মেজর লিগ সরকারে। আগামী ২ আগস্ট ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যে লিগস কাপ ম্যাচে শুধুই মেসিকেই অনুসরণ করবে ‘মেসি ক্যাম’। আর সেটা সরাসরি দেখানো হবে।
এই বিশেষ সম্প্রচার হবে টিকটকের মধ্যে প্লাটফর্মে। আরও আকর্ষণীয় বিষয়, মেসি ম্যাচে কী করছেন, কখন বল ধরছেন, সবটাই দেখানো হবে লম্বালম্বি ভাবে। অর্থাৎ সাধারণত মোবাইলে যেভাবে ভিডিও দেখা হয়।
এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে, 'প্লেয়ার স্পটলাইট: মেসি'। তবে যেহেতু টিকটকে দেখানো হবে, তাই ভারতে এই বিশেষ সম্প্রচার দেখা যাবে না। কারণ ভারতে এই সোশাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ।
যদিও এবারই প্রথম নয়। ২০২৪ সালের অক্টোবরেও ‘মেসি ক্যাম’ টিকটকে চালু করেছিল এমএলএস। সেই সময় মেসি প্রথমবার প্লে অফে নামেন। ওই লাইভস্ট্রিমে দর্শকসংখ্যা ৬৪ লাখ গিয়েছিল! এমএলএসের সম্প্রচারকারী চ্যানেল অ্যাপলের দাবি, সেটাই ছিল তাদের ইতিহাসে সর্বাধিক দেখা ম্যাচ।
এবার ২০২৫ মরশুমে এমন মোট চারটি 'মেসি ক্যাম' সরাসরি শুধু মেসিকেই দেখাবে। নেকাক্সার বিরুদ্ধেই এটা আবার শুরু হতে চলেছে। তবে পরে আর দেখানো হবে কি না, জানানো হয়নি।
আমেরিকার লিগের এক কর্তা জানিয়েছেন, "ভক্তসংখ্যা বাড়ানোই আমাদের আসলে উদ্দেশ্য। অ্যাপলে যদিও ম্যাচ দেখানো হবে। তবে আমরা চাই, বিভিন্ন মাধ্যমের মানুষকে এই ম্যাচে টেনে আনার।"
Published By: Arpan DasPosted: 07:35 PM Jul 27, 2025Updated: 07:35 PM Jul 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
