Advertisement
মোহনবাগান দিবসে দিনভর উৎসব, টুটু বোসকে নিয়ে আবেগে ভাসলেন সৌরভ-ব্যারেটোরা, দেখুন ছবি
নেতাজি ইন্ডোরে ওঠে ‘জয় মোহনবাগান’ স্লোগান।
ইতিহাসের আরেক নাম মোহনবাগান দিবস। খালি পায়ে ইংরেজ হারানোর স্পর্ধা থেকে আজকের সময়ে দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন, সবেতেই সোনায় লেখা সবুজ-মেরুনের নাম। আর প্রতি বছরের মতো এবারও জমকালোভাবেই সেই গর্বের দিনটি উদযাপন করল গঙ্গাপারের ক্লাব।
২৯ জুলাই উপলক্ষে আগেভাগেই সেজে উঠেছিল মোহনবাগান। চতুর্দিকে আলোর রোশনাই। এদিন সকাল থেকেও ছিল উৎসবের আমেজ। প্রিয় ক্লাবের ঐতিহাসিক দিনে চোখে পড়ার মতো ছিল সদস্য সমর্থকদের ভিড়ও।
অমর একাদশকে স্মরণ করে কেক কাটা, পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয়ে যায় মোহনবাগান দিবস পালন। ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেন, বাঙালির দুর্গাপুজোর মতোই বাগান সমর্থকদের কাছে এই দিনটা উৎসবের মতোই।
এই বিশেষ দিনে ক্লাবে প্রাক্তনীদের স্বাগত জানান সচিব সৃঞ্জয় বোস, সহ-সভাপতি কুণাল ঘোষরা। সেই সঙ্গে সবুজ-মেরুন মাঠ জমে ওঠে প্রাক্তনদের প্রদর্শনী ম্যাচে। 'জয় মোহনবাগান' স্লোগানে ম্যাচ জমিয়ে দেন সমর্থকরা।
ম্যাচের পর সন্ধেয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মন্ত্রী সুজিত বোস, কে নেই সেখানে।
তবে প্রত্যেকেরই নজর ছিল একজন মানুষের দিকেই। তিনি মোহনবাগান রত্ন টুটু বোস। ক্লাবের প্রতি তাঁর অবদানের জন্য এই সম্মানে ভূষিত করা হয়। সচিব এবং সভাপতির হাত থেকে এ সম্মান পেয়ে আবেগে ভাসেন স্বপনসাধন বোস। ছলছল চোখে বলেন, 'মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেলাম।'
টুটু বোসকে নিয়ে আবেগাপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, হোসে ব্যারেটো, সুব্রত ভট্টাচার্যরাও। সৌরভ বলে দেন, "আমি অত্যন্ত খুশি যে টুটুবাবুকে মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে। ঠিক লোককে ঠিক সম্মান দেওয়া হচ্ছে।" বাগানের সবুজ তোতা ব্যারেটোর কথায়, "টুটুবাবু আগে মোহনবাগান সমর্থক। যেভাবে আবেগ দিয়ে দল চালিয়েছেন, সেরকম আর কেউ নেই।"
মোহনবাগান দিবসে স্বীকৃতি দেওয়া হল ক্রীড়াক্ষেত্রে সাফল্য থেকে বিভিন্ন মাধ্যমের প্রবাদপ্রতিম ব্যক্তিদের। এ বছর মোহনবাগানের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন আপুইয়া। সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন দীপেন্দু বিশ্বাস। অরুণ লালের নামাঙ্কিত সেরা ক্রিকেটার হন রণজ্যোৎ সিং খাইরা। পুরস্কৃত করা হয় সেরা সমর্থককেও।
জীবনকৃতি পুরস্কার দেওয়া হয় ক্লাবের জার্সিতে দীর্ঘদিন খেলে যাওয়া ক্রিকেটার রাজু মুখোপাধ্যায়কে। মতি নন্দীর নামে সেরা ক্রীড়া সাংবাদিকের মরণোত্তর পুরস্কার পান অরুণ সেনগুপ্ত ও মানস চক্রবর্তী। প্রণব বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত সেরা অ্যাথলিটের পুরস্কার পান অর্চিতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Sulaya SinghaPosted: 12:02 AM Jul 30, 2025Updated: 12:02 AM Jul 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
