Advertisement
২১ মাস বয়সেই সাঁতরে পার ১০০ মিটার! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ভাইরাল বিস্ময়শিশু
সে এখন দেশের 'কনিষ্ঠ সাঁতারু'।
একরত্তি মেয়ের বয়স মাত্র ১ বছর ৯ মাস। নাম বেদ পরেশ সরফারে। তাকে অনায়াসেই বলা চলে 'ছোটা প্যাকেট বড়া ধামাকা'। এইটুকু বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নিয়েছে সে।
কীভাবে এই অসাধ্যসাধন সম্ভব হল? ছোট বয়সেই সাঁতারের বিভিন্ন কৌশল তার কাছে যেন জলভাত। মহারাষ্ট্রের রত্নগিরির বাসিন্দা বেদ ১০০ মিটার সাঁতারে সবচেয়ে কম বয়সি সাঁতারু হয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম লিখিয়েছে।
১ বছর ৯ মাস ১০ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেছে সে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অনুসারে, রত্নগিরির নাগম নিগম সুইমিং পুলে ১০ মিনিট ৮ সেকেন্ডে ১০০ মিটার রেস শেষ করেছে সে।
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বুকে নাম লেখানোয় উচ্ছ্বসিত বেদের পরিবার। তার জন্ম ২০২৪ সালের ২২ জানুয়ারি। ২৫ মিটারের চারটি ল্যাপ সাঁতারে ১০০ মিটার সম্পন্ন করেছে এই খুদে।
খুদের সাঁতারের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার হয়েছে। যা ইতিমধ্যেই ভাইরাল। কোচ মহেশ মিলকে এবং তাঁর স্ত্রী গৌরী বেদকে ১১ মাস ধরে প্রশিক্ষণ দিয়েছিলেন। কোচ মিলকে বলেন, "কঠোর পরিশ্রম করেছে ও। তাছাড়াও ধারাবাহিকভাবে প্রশিক্ষণও রয়েছে। ২১ মাস বয়সি সাঁতারু এখন দেশের 'কনিষ্ঠ সাঁতারু' হিসাবে নজির গড়েছেন। রত্নগিরির জন্য এটা গর্বের মাইলফলক।" তাছাড়াও তিনি বেদের বাবা-মাযকে সমর্থনের জন্য কৃতিত্ব জানিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 07:44 PM Dec 12, 2025Updated: 08:54 PM Dec 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
