Advertisement
'রব নে বানাদি জোড়ি', বিয়ের ৮ বছর পরও ভালোবাসার রূপকথা লিখছেন বিরাট-অনুষ্কা
দেখুন তারকাজুটির মন ভালো করা সব ছবি।
সখী ভালোবাসা কারে কয়...। ঘন ঘন মন ভাঙা, বিবাহ বিচ্ছেদ, যাতনাময় প্রেমের মাঝেও কিছু ভালোবাসা যেন রূপকথার রূপ পায়। সমাজের কাছে হয়ে ওঠে ভালোথাকার উদাহরণ। তেমনই প্রেমের সংজ্ঞা রচনা করেছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ফিল্মি ভাষায় বলতে গেলে বলতে হয়, একেবারে 'রব নে বানাদি জোড়ি'।
২০১৭ সালে আজকের দিনে, অর্থাৎ ১১ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন বিরুষ্কা। তারপর থেকে ভালোবাসা বেড়েই চলেছে। বহুবার নানা সাক্ষাৎকারে বিরাট ও অনুষ্কা জানিয়েছেন, বন্ধুত্বই তাঁদের সম্পর্ককে অটুট রেখেছে। ভামিকা ও অকায় নিয়ে এখন সুখের সংসার।
তাই বলে কি তারকা যুগলের দিকে কটাক্ষ ধেয়ে আসে না? বারবার আসে। বিয়ের আগে থেকেই অনুষ্কার জন্য একাধিকবার সমালোচনার সম্মুখীন হয়েছেন বিরাট কোহলি। এমনকী খেলার মাঠে কোহলি রান না পেলে 'অপয়া' বলে দাগিয়ে দেওয়া হত গ্যালারিতে বসে থাকা অনুষ্কাকেই।
কিন্তু সত্যিকারের বন্ধুর মতোই প্রতিবার প্রেমিকার পাশে দাঁড়িয়েছেন বিরাট। একইরকম ভাবে কেরিয়ারের খারাপ সময়ে স্বামীর হাত শক্ত করে ধরে রাখতে ভোলেননি অনুষ্কাও। শুধু তাই নয়, স্বামীর কেরিয়ার, সন্তানদের জন্যই যেন নিজেকে লাইমলাইট থেকে অনেকখানি সরিয়ে নিয়েছেন।
এহেন ভালোবাসার উদাহরণ বারবার ঘুরে-ফিরে আসে সকলের মুখে। অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায় পরিণত হয় বিরুষ্কার দাম্পত্যও। দেখতে দেখতেই তাই আট বছর কাটিয়ে দিলেন 'হ্যাপিলি ম্যারেড' কাপল।
এদিন সোশাল মিডিয়ায় আবেগঘন একটি ভিডিও পোস্ট করে বিরাট ও অনুষ্কাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষে এবছর আইপিএল ট্রফি ঘরে তুলেছিল আরসিবি। স্বামীর আনন্দে আত্মহারা অনুষ্কাও। ছুটে এসে জড়িয়ে ধরেছিলেন একে অপরকে। সেই মুহূর্তের কথাই মনে করিয়েছে আরসিবি।
হানিমুন হোক কিংবা বন্ধুদের সঙ্গে পার্টি-ভ্রমণ, জীবনের নানা মুহূর্ত নিজেরাও সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরুষ্কা। পরস্পরের প্রশংসাতেও কখনও কার্পণ্য করেন না। তাঁদের ঘনিষ্ঠতা মন ভাঙা যুবক-যুবতীদের কাছে সত্যিই ঈর্ষণীয়।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। সরে দাঁড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও। এখন ওয়ানডে ফরম্যাটেই ভালো পারফর্ম করা পাখির চোখ প্রাক্তন ভারত অধিনায়কের।
Published By: Sulaya SinghaPosted: 05:47 PM Dec 11, 2025Updated: 06:04 PM Dec 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
