Advertisement
ভোররাতে শহরে মেসি, রাজপুত্রের পদার্পণে উচ্ছ্বসিত তিলোত্তমা, শীত উপেক্ষা করে ভক্তের ঢল
মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, তাঁর প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডে’পল।
এমনিতে মেসির কলকাতা পা রাখার কথা ছিল দেড়টা নাগাদ। কিন্তু নির্ধারিত সময়ের বেশ খানিক্ষণ পর মেসির বিমান নামে কলকাতায়। রাত ২.২৬ মিনিট নাগাদ তাঁর বিমান নামে। বিমানবন্দর থেকে বেরোতে ৩টে পেরিয়ে যায়।
মেসিকে স্বাগত জানাতে আগে থেকেই বহু সমর্থক বিমানবন্দরের সামনে জড়ো হয়েছিলেন। ভারত ও আর্জেন্টিনার পতাকা নিয়ে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। শীতের রাতে বড়দের সঙ্গে পাল্লা দিয়ে ছিলেন খুদেরাও।
বিমানবন্দর থেকে বেরিয়ে মেসি সোজা চলে যান তাঁর হোটেলে। জানা গিয়েছে, সেখানে মেসিকে স্বাগত জানানোর জন্য তাঁর অনেক ভক্তেরা উপস্থিত ছিলেন।
মেসি ছাড়াও কলকাতায় এসেছেন ইন্টার মায়ামির সতীর্থ, তাঁর প্রিয় বন্ধু তথা উরুগুয়ের ফুটবলার লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার ফুটবলার রদ্রিগো ডে’পল।
শনিবার সকালে মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির হবেন। সেখানে তাঁকে খুদেদের সঙ্গে পায়ে বল মারতেও দেখা যাবে। অংশ নেবেন গোট কনসার্টে।
Published By: Subhajit MandalPosted: 09:00 AM Dec 13, 2025Updated: 09:29 AM Dec 13, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
