Advertisement
পুতিনের এক রাতের ভারত সফর! কী ছিল হোটেলের বিলাসবহুল ঘরে? ভাড়াই বা কত?
পুতিন, আইটিসি মৌর্যের সবচেয়ে বিলাসবহুল স্যুট, চাণক্য স্যুটে ছিলেন।
সদ্য ভারত সফর শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ভারত সফরে সব ঘটনার কেন্দ্রে ছিল আইটিসি মৌর্য হোটেল। ছবি সংগৃহীত।
প্রেসিডেন্ট পুতিন আসার আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হোটেলটি কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। হোটেলের সব ঘর বুক করা হয়। করিডোরে ব্যারিকেড এবং প্রবেশপথগুলিতে পাহাড়া বসানো হয়। একাধিক নিরাপত্তা সংস্থা হোটেল জুড়ে গ্রিড, অ্যাক্সেস কন্ট্রোল এবং দ্রুত-প্রতিক্রিয়া দল বসায়। ছবি সংগৃহীত।
পুতিন, আইটিসি মৌর্যের সবচেয়ে বিলাসবহুল স্যুট, চাণক্য স্যুটে ছিলেন। এই ঘরকে সমান বিলাসবহুল চন্দ্রগুপ্ত স্যুটের সঙ্গেও তুলনা করা হয়। বছরের পর বছর ধরে এই স্যুটে বেশ কয়েকজন বিশ্ব নেতা থেকেছেন। স্যুটটি ৪ হাজার ৬০০ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত এবং বিলাসবহুল। এই ঘরের প্রতি রাতের ভাড়া আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা। ছবি সংগৃহীত।
এই ঘরের অভ্যন্তরীণ সজ্জায় রয়েছে সৌন্দর্য এবং জাঁকজমকের এক অপূর্ব মিশ্রণ। সিল্কের প্যানেলযুক্ত দেওয়াল, গাঢ় কাঠের মেঝে এবং অর্থশাস্ত্র দ্বারা অনুপ্রাণিত কারুকাজ এবং চিত্র সহ বহু শিল্পকর্ম দিয়ে তৈরি এই ঘর। ছবি সংগৃহীত।
চানক্য স্যুটে রয়েছে, মাস্টার বেডরুম, ওয়াক-ইন ক্লোসেট-সহ ব্যক্তিগত স্টিম রুম এবং সনা। এছাড়াও, সম্পূর্ণ সজ্জিত জিম, বড় অভ্যর্থনা এবং থাকার জায়গা, ১২ আসনের ডাইনিং রুম, অতিথি কক্ষ, স্টাডি এবং অফিস স্পেস। এই ঘর থেকে দেখা যায়, নয়াদিল্লির অপূর্ব দৃশ্য। ছবি সংগৃহীত।
বছরের পর বছর ধরে, আইটিসি মৌর্য ভারতে আসা বিভিন্ন রাষ্ট্রপ্রধানের পছন্দের থাকার জায়গা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং বিল ক্লিনটনের মতো নেতারা এখানে থেকেছেন। ছবি সংগৃহীত।
এই হোটেলে ঘর ভাড়া প্রায় ৫০ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকার মধ্যে হলেও পুতিন আসার সময় ঘরের ভাড়া পৌঁছায় ৮৫ হাজার থেকে এক লক্ষ ৩০ হাজার টাকার কাছাকাছি। ছবি সংগৃহীত।
এক দিনের ভারত সফরে এসেছিলেন পুতিন। দিল্লির বিমানবন্দরে নামার পর মোদির সঙ্গে একই গাড়িতে করেই প্রধানমন্ত্রীর বাসভবনে যান তিনি। গাড়িতে করে যাওয়ার সময় মোদি এবং পুতিন একসঙ্গে সেলফিও তুলেছিলেন। সেই ছবি পরে প্রকাশ্যে আসে। পুতিনও পরে জানান, একসঙ্গে গাড়িতে করে যাওয়ার প্রস্তাব তিনিই দিয়েছিলেন। তিনিই চেয়েছিলেন, এই যাত্রা ভারত-রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হয়ে থাকুক। ছবি সংগৃহীত।
Published By: Anustup Roy BarmanPosted: 10:47 AM Dec 12, 2025Updated: 10:47 AM Dec 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
