Advertisement
পাহাড়ে ছুটছে ল্যাম্বোরগিনি, পোর্শে, সুপারকার র্যালি দেখতে সিকিমে ভিড়, দেখুন ছবি...
চারদিন ধরে চলবে এই র্যালি।
শুক্রবার শুরু হল 'সিকিম-দ্য সিল্ক রুট ড্রাইভ' সুপার কার র্যালি। সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পসের ব্ল্যাক ক্যাট ডিভিশন এবং সিকিম রাজ্য সরকারের তত্ত্বাবধানে চারদিনের ওই র্যালি এদিন শুরু হয় সুকনা থেকে।
রংপোর অটল সেতুতে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন সিকিমের অতিরিক্ত মুখ্য সচিব সিএস রাও। প্রতিরক্ষা মন্ত্রকের ‘ভারত রণভূমি দর্শন’ প্রকল্পের অংশ হিসেবে সিকিমের জুলুক পর্যন্ত ওই র্যালি চলবে যুদ্ধক্ষেত্র এবং সীমান্ত পর্যটন প্রচারের উদ্দেশ্যে। র্যালিতে অংশগ্রহণ করেছে ১৭টি উচ্চ-ক্ষমতাসম্পন্ন দেশ-বিদেশের গাড়ি।
সুপারকার র্যালি ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। মুম্বই-ভিত্তিক সুপারকার রুটের নেতৃত্বে, ১৭টি গাড়ির কনভয় বৃহস্পতিবার শিলিগুড়িতে পৌঁছে যায়। শুক্রবার সকালে সিকিমের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে ল্যাম্বোরগিনি এবং পোর্শের মতো উচ্চমানের মডেল। গাড়িগুলি সিকিমের গুরুত্বপূর্ণ উঁচু পর্যটন কেন্দ্রগুলি ভ্রমণ করবে। রাজ্যের আলপাইন রাস্তাগুলি দিয়ে অভিযান চালিয়ে যাবে।
আয়োজকরা জানান, র্যালির লক্ষ্য ঐতিহাসিক বাণিজ্য রুটকে পুনরুজ্জীবিত করা, সিকিমে অভিজাত কার র্যালির মনোরম এবং প্রিমিয়াম গন্তব্যস্থলগুলি চিহ্নিত করা। অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্প্রসারণ ঘটানো। সিকিমের মুখ্যমন্ত্রীর অতিরিক্ত রাজনৈতিক সচিব শেরিং ওয়াংচুক লেপচা জানান, আগামীকাল র্যালিটি। এই র্যালি আগামী দিনে তরুণদের জন্য অনুপ্রেরণামূলক উদ্যোগ।
সিকিমের প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরে লেপচা জানান, সিকিম বিশ্বের সবচেয়ে সুন্দর গন্তব্যস্থলগুলির মধ্যে একটি। মানুষ এই ধরণের দৃশ্য দেখার জন্য নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ইতালি ভ্রমণ করে। ভারতের অনেক সুপারকার এবং বাইকিং প্রেমী বিদেশে যান কিন্তু এখানেই সবকিছু আছে।
Published By: Suhrid DasPosted: 09:29 PM Dec 12, 2025Updated: 09:29 PM Dec 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
