Advertisement
বচ্চনের সঙ্গে শুটিং ফেলে হোটেলে কমল হাসানের সঙ্গে ঘনিষ্ঠ রেখা! হাতেনাতে ধরেন স্ত্রী, তারপর...
ঘটনার জেরে কোন মাশুল গুনতে হয়েছিল রেখাকে?
রেখা, বলিউডের এভারগ্রিন কন্যা। তাঁর প্রেম, বিয়ে নিয়ে কয়েক দশক পরে আজও চর্চা জারি। রেখার জীবন বরাবর রহস্যময়। কখনও তাঁর প্রথম স্বামীর মৃত্যুর জন্য তাঁকে দায়ী করা হয়, কখনও বা আবার অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে মুচমুচে গসিপ শোনা যায়!
রেখার আত্মজীবনী বইয়ের আকারে প্রকাশ পাওয়ার পরও কম বিতর্ক হয়নি। তবে এহেন বলিউড সুন্দরীর জীবনে নাকি উঁকি দিয়েছিল আরেক সম্পর্কও। সেটাও আবার অমিতাভ বচ্চনের সঙ্গে শুটিং করাকালীন।
ঘটনার প্রেক্ষাপট ১৯৮০ সাল। সেসময়ে রেখা দুটো ছবি সই করেছিলেন। একদিকে তিনি যখন 'সিলসিলা' ছবিতে অভিনয় করছেন, তখন রেখার সঙ্গে অমিতাভের প্রেমের চর্চায় চোখ ভিজেছিল জয়া বচ্চনের! তবে ছেড়ে কথা বলেননি ধন্যি মেয়ে।
সপাটে বাড়িতে ডেকে রেখাকে বুঝিয়ে দিয়েছিলেন, অমিতাভকে তিনি কোনওদিনই ছাড়বেন না। এতো গেল অভিনেত্রীর বচ্চন পর্বের কথা। তবে ওই ১৯৮০ সালেই রেখা আরেকটি দক্ষিণী ছবি করছিলেন। সেটা কমল হাসান এবং শ্রীদেবীর সঙ্গে।
সিনেমার নাম 'মিন্ডাম কোকিলা'। সেই সিনেমার শুটিংয়ের সময়ে নাকি রেখা-কমল হাসান একে-অপরের কাছাকাছি চলে আসে। সেই খবর চাউর হতেই গ্ল্যামারদুনিয়া তখন তোলপাড়।
শোনা যায়, ওই 'মিন্ডাম কোকিলা' সিনেমার শুটিংয়ের সময়ে চেন্নাইয়ের এক হোটেলে রেখার সঙ্গে কমল হাসানকে হাতেনাতে ধরে ফেলেছিলেন তাঁর তৎকালীন স্ত্রী বাণী গণপতি।
ঠিক কী ঘটেছিল? গুঞ্জন, হোটেল চোলা শেরাটনে কমল হাসানের সঙ্গে রেখা তখন ব্যস্ত। সেকথা কানে যেতেই চুপিচুপি সেই হোটেলে ধূমকেতুর মতো হাজির হন কমলের স্ত্রী বাণী। ঘুণাক্ষরে কাকপক্ষীতেও যেন টের না পায়, সেই ব্যবস্থা তিনি আগেই করে রেখেছিলেন। যে এবার হাতেনাতে ধরতেই হবে...!
এরপরই ঘটল গোলমাল! হোটেলের রুমে ঢুকেই রেখার সঙ্গে নিজের স্বামীকে অপ্রস্তুত অবস্থায় দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি বাণী। ফলে যা হওয়ার, তাই ঘটল।
Published By: Sandipta BhanjaPosted: 08:20 PM Dec 11, 2025Updated: 08:33 PM Dec 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
