Advertisement
দিনেন্দ্রনাথ ঠাকুরের এসরাজ এল প্রকাশ্যে, বিশ্বভারতীতে খুলল দিনেন্দ্রকুঞ্জের দরজা
এই উপলক্ষ্যে চলে অনুষ্ঠান।
ছয় বছর পর অবশেষে খুলল দিনেন্দ্রকুঞ্জের দরজা। রবীন্দ্রসঙ্গীতের রূপকার দিনেন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনে স্মরণ করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর ব্যবহৃত ঐতিহাসিক এসরাজ প্রদর্শিত হয়।
এছাড়াও দিনেন্দ্রকুঞ্জের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সংগীত ভবনের পড়ুয়ার শ্রদ্ধার্ঘ্য জানান। সন্ধ্যায় উপাসনা গৃহে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়। এক কথায় দিনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় মহা সমারোহেই।
সঙ্গীতভবনের প্রথম অধ্যক্ষ, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও কবি দিনেন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা এই অমূল্য বাদ্যযন্ত্রটি সংস্কার করে রবীন্দ্রসঙ্গীত গবেষণা কেন্দ্রে সংরক্ষণ করা হয়।
উল্লেখ্য, দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দ্বিপেন্দ্রনাথ ঠাকুরের সন্তান দিনেন্দ্রনাথ ঠাকুর ১৯২১ সালে বিশ্বভারতী প্রতিষ্ঠার আগেই সঙ্গীতভবনের সূচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু গানের স্বরলিপি রচনা তাঁরই। বিশ্বভারতীর সাংস্কৃতিক পরিসরে সঙ্গীত, নাটক ও উৎসবের বিকাশে দিনেন্দ্রনাথ ঠাকুরের অবদান ছিল অনস্বীকার্য।
অথচ কবির অতি প্রিয় পাত্র হয়েও দীর্ঘদিন তিনি কার্যত অবহেলিত ছিলেন বলেই মত সংস্কৃতিমহলের একাংশের। বিশ্বভারতীর সঙ্গীতভবনের অধ্যক্ষ শ্রুতি বন্দ্যোপাধ্যায় জানান, “দিনেন্দ্রনাথ ঠাকুর যে এসরাজটি বাজাতেন, সেটি নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা সেটিকে সংরক্ষণ করেছি।
তিনি আরও বলেন, "তাঁর জন্মদিনে সেই ঐতিহাসিক বাদ্যযন্ত্রটি প্রদর্শন করা হয়েছে।” সঙ্গীতভবনের অধ্যাপক অমর্ত্য মুখোপাধ্যায় বলেন, “দিনেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন গড়ে ওঠা ও বিভিন্ন উৎসবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।তাঁর স্মৃতিকে সম্মান জানাতেই ব্যবহৃত এসরাজটি প্রদর্শন করা হয়েছে এবং এটি সংরক্ষণ করা হয়েছে।”
Published By: Suhrid DasPosted: 09:17 PM Dec 19, 2025Updated: 09:17 PM Dec 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
