Advertisement
শীতেও চড়বে উষ্ণতার পারদ! পাতে এই 'সুপারফুড' থাকলে নিমেষে বাড়বে যৌনক্ষমতা
পুষ্টিকর খাবার না খেলে বিছানায় ঝড় তো দূর, ক্লান্তি হয়ে উঠতে পারে আপনার সম্পর্কে সবচেয়ে বড় শত্রু।
সারাদিনের ব্যস্ততায় সেভাবে আর কাছের মানুষকে সময় দেওয়া হয় না। বাড়ি ফেরার সঙ্গী একরাশ ক্লান্তি। তার ফলে যৌনতায় ভাটা। ক্রমশ আলগা হচ্ছে সম্পর্কের ভিত। বাড়ছে তিক্ততা। সম্পর্কের আয়ু কমে বাড়ছে বিচ্ছেদ।
ভাবুন তো, এই একরাশ ক্লান্তিকে বাদ দিতে পারলে বদলে যাবে সম্পর্কের সমীকরণ। শীতের রাতে একই বিছানায় প্রেম জমে ক্ষীর! ঘরের বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন। ঘরের উষ্ণতা যে বাড়বে কয়েকগুণ, তা প্রায় সকলের জানা।
শুধু মুখে বললে কিংবা আকাশকুসুম ভাবলেই তো আর ক্লান্তি দূর হবে না। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের প্রয়োজন। বদল আনতে হবে খাদ্য়াভ্যাসে। তাতেই ঘুচবে ক্লান্তি। বাড়বে যৌনক্ষমতা।
যৌনস্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, যৌনশক্তির সঙ্গে খাবার বিশেষ সম্পর্কযুক্ত। পুষ্টিকর খাবার না খেলে বিছানায় ঝড় তো দূর, ক্লান্তি হয়ে উঠতে পারে আপনার সম্পর্কে সবচেয়ে বড় শত্রু। তাই আজই নিজেকে বদলান।
পুষ্টিবিদদের মতে, রোজকার খাদ্যতালিকায় কয়েকটি খাবার রাখলেই হতে পারে ম্যাজিক। বিছানায় উঠতে পারে ঝড়। সেই তালিকায় একেবারে প্রথমেই রয়েছে ফলমূল। ফলে যে পুষ্টি থাকে, তা সকলেরই জানা। তবে বহু মানুষই স্রেফ উদাসীনতায় ফল খান না। পুষ্টিবিদদের মতে, প্রতিদিন যেকোনও মরশুমি ফল প্রত্যেকের খাওয়া উচিত।
শীতে শাক তুলনামূলক বেশিই পাওয়া যায় বাজারে। রোজ চেষ্টা করুন খাদ্যতালিকায় শাক রাখতে। পালং শাক হলেই আরও ভালো হয়। তাই অবশ্যই খাদ্যতালিকায় তা রাখতে ভুলবেন না।
মাছ, মাংস, ডিমের মতো প্রাণীজ পুষ্টি শরীরের অবশ্যই প্রয়োজন। তা বলে সবজিকে অবহেলা করবেন না। সবজি থেকে পাওয়া বিভিন্ন পুষ্টিসমৃদ্ধ উপাদান আপনাকে আরও চনমনে করে তুলবে। সবজিরর তালিকায় অবশ্যই বিট যেন থাকে, সেদিকে নজর দিন।
বাদামে থাকে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। যা শরীরে বিশেষ উপকারী। শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। বাড়ে যৌনক্ষমতা। তাই অবশ্যই রোজ খান নানারকমের বাদাম।
Published By: Sayani SenPosted: 11:01 PM Dec 17, 2025Updated: 11:01 PM Dec 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
