Advertisement
কোচে সিঁড়ি, আরামদায়ক কুশন! হাওড়া থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার, কেমন সেই ট্রেন?
বিধানসভা নির্বাচনের আগেই বাংলা থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার।
বিধানসভা নির্বাচনের আগেই বাংলা থেকে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। হাওড়া থেকে গুয়াহাটি রুটে ছুটবে নয়া এই ট্রেন। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি দেশের প্রথম স্লিপার ভার্সনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই দেশের মাটিতে তৈরি 'সেমি বুলেটে'র স্লিপার ভার্সনের প্রথম ঝলক সামনে আনলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেমন দেখতে সেই ট্রেন?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁর সমাজমাধ্যমে একটি বন্দে ভারত স্লিপার ভার্সনের ভিডিও শেয়ার করেছেন। যেখানে ট্রেনটির বাইরে থেকে দেখতে কেমন তা যেমন দেখানো হয়েছে। তেমনই ট্রেনের ভিতরের অন্দরসজ্জাও তুলে ধরা হয়েছে রেলমন্ত্রীর শেয়ার করা ছোট্ট ভিডিওতে। আর সেই ভিডিও তুলে ধরে রেলমন্ত্রী সমাজমাধ্যমে লিখছেন, 'মধ্যবিত্ত পরিবারের নেক্সট জেনারেশন সওয়ারি...'
দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। যা নিঃসন্দেহে রেল পরিষেবায় গতি বাড়িয়েছে। এবার দেশের ট্র্যাকেই ছুটবে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারতের স্লিপার ভার্সন। এই ট্রেনে মোট ১৬ টি কোচ রয়েছে। যার মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি ২ টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে।
মধ্যবিত্তের কথা ভেবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারের ভাড়া খুবই কম রাখা হচ্ছে। জানা গিয়েছে, খাবার খরচ-সহ থার্ড এসির ভাড়া ২,৩০০ টাকা, সেকেন্ড এসি-র জন্য ৩,০০০ টাকা এবং ফার্স্ট এসি-তে যাতায়াত করতে ৩,৬০০ টাকা খরচ পড়বে। মূলত রাতেই চলবে বন্দে ভারত স্লিপার ভার্সন। ফলে যাত্রীদের জন্য কোনও চেয়ারকার অপশন নেই। এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন।
হাওড়া থেকে কামাখ্যা রুটে ট্রেন থামবে-ব্যান্ডেল, কাটোয়া, মালদহ টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও ও কামাখ্যা স্টেশনে। ১৪ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা পৌঁছবে এই ট্রেন। যাত্রীদের জন্য দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ভার্সনে থাকছে আধুনিক ব্যবস্থা।
Published By: Kousik SinhaPosted: 02:57 PM Jan 04, 2026Updated: 03:18 PM Jan 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
