Advertisement
তুষারশুভ্র সিকিম, বাঁধনহারা উচ্ছ্বাস পর্যটকদের! দেখুন ছবিতে
ভারী তুষারপাতে শ্বেতশুভ্র পূর্ব সিকিমের ছাঙ্গু উপত্যকা থেকে চিন সীমান্তের নাথু-লা পাস।
ভারী তুষারপাতে শ্বেতশুভ্র পূর্ব সিকিমের ছাঙ্গু উপত্যকা থেকে চিন সীমান্তের নাথু-লা পাস। একই সঙ্গে শনিবার দুপুর থেকে তুষারপাত শুরু হয়েছে দক্ষিণ সিকিমের ভালেধুঙ্গা এবং ইয়াংগাং-এ। নতুন বছরের শুরুতেই তুষারপাতের নৈসর্গিক দৃশ্য উপভোগের সুযোগ পেয়ে আত্মহারা পর্যটকেরা।
নতুন বছরের শুরুতেই উত্তরে ভিড় পর্যটকদের। শনিবার রেকর্ড ভিড় ছিল ছাঙ্গু উপত্যকা, নাথু-লা পাস, বাবা মন্দির এলাকায়। এর মধ্যেই তুষারপাত পর্যটকদের কাছে ছিল বাড়তি পাওনা।
বৃহস্পতিবার গভীর রাত থেকে উত্তর সিকিমের ইয়ুমথাং এবং জিরো পয়েন্টে শুরু হয় তুষারপাত। সেখানে ভিড় করেন কয়েক হাজার পর্যটক। কিন্তু মন খারাপ ছিলো পূর্ব সিকিমের। ছাঙ্গু উপত্যকা থেকে দেশ-বিদেশের পর্যটকদের অনেকেই চলে যান পূর্ব সিকিমের লাচুং, লাচেনে। সেখান থেকে ইয়ুংথাং উপত্যকা ও জিরো পয়েন্টে।
কিন্তু শনিবার সকাল থেকে মেঘলা আকাশ। সঙ্গে হালকা বৃষ্টি পালটে দেয় উত্তর সিকিমের বরাত! কাতারে কাতারে পর্যটক তুষারপাত দেখতে পাড়ি জমান ছাঙ্গু উপত্যকায়।
এরপর দুপুর থেকে শুরু হয় ভারী তুষারপাত। বরফের সাদা কার্পেটে রাস্তা, পাহাড় সব একেবারে মুড়ে যায়। পেজা তুলোর মতো হাওয়ায় ভাসতে শুরু করে তুষারকণা।
Published By: Kousik SinhaPosted: 08:44 PM Jan 03, 2026Updated: 08:50 PM Jan 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
