Advertisement
সারি দিয়ে সাজানো যোনি! বিশ্বের প্রথম 'ভ্যাজাইনা মিউজিয়াম'-এর নেপথ্যে রয়েছে কোন কারণ?
কোথায় রয়েছে 'ভ্যাজাইনা মিউজিয়াম'?
পুরনো দিনের মুদ্রা থেকে নথিপত্র - মিউজিয়ামে কত কিছুই না সংগ্রহ করা থাকে। আবার কোনও কোনও মিউজিয়ামে বর্তমানে অস্তিত্বহীন প্রাণীর জীবাশ্মও দেখা যায়। কিন্তু 'ভ্যাজাইনা মিউজিয়ামে'র কথা শুনেছেন কখনও?
আরে মশাই, ভ্রূ কুঁচকোবেন না। এই পৃথিবীতে কত কিছুই তো ঘটে। অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয়। ঠিক তেমনই এই বিশ্বে রয়েছে 'ভ্যাজাইনা মিউজিয়াম'। ইতিমধ্যে যা বহুল আলোচিত।
'ভ্যাজাইনা মিউজিয়ামে'র দরজা খোলে ২০১৯ সালের অক্টোবরে। লন্ডনের ক্যামডেন মার্কেটে প্রথম এই সংগ্রহশালার পথচলা শুরু। প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স সেস্টার। তিনি একজন ইউটিউবার। মূলত বিজ্ঞান বিষয়ক ভ্লগ করেন।
আইসল্যান্ডে পুরুষাঙ্গের মিউজিয়াম বা পেনিস মিউজিয়াম রয়েছে। যা দেখে অনুপ্রাণিত হন ফ্লোরেন্স। আর তারপরই তিনি 'ভ্যাজাইনা মিউজিয়াম' খোলার কথা ভাবেন। যেমন ভাবনা তেমন কাজ। 'ভ্যাজাইনা মিউজিয়াম' খোলার মাত্র কয়েকদিনেই জনপ্রিয়তা পায়।
বহু ক্ষেত্রেই দেখা যায় মহিলারা গোপনাঙ্গ নিয়ে কথা বলতে লজ্জা পান। তাঁরা চিকিৎসকের কাছেও সমস্যা নিয়ে খোলামেলাভাবে কথা বলতে চান না। ফ্লোরেন্সের মূল লক্ষ্য ছিল যোনি নিয়ে সামাজিক রক্ষণশীলতা দূর করা। এমন সমাজ তৈরি করা যেখানে মহিলারা গোপনাঙ্গ নিয়ে কথা বলতে লজ্জা পাবেন না।
রূপান্তরকামীদেরও গোপনাঙ্গ নিয়ে কথা বলার জড়তা কাটানো লক্ষ্য ছিল ফ্লোরেন্সের। আর ঠিক সে কারণেই 'ভ্যাজাইনা মিউজিয়াম' খোলেন তিনি।
'ভ্যাজাইনা মিউজিয়ামে' মূলত মহিলাদের জননাঙ্গের গঠন সংক্রান্ত খুঁটিনাটি বিষয় তুলে ধরা হয়েছে। রয়েছে নানা ধরনের ছবি এবং মডেল। মিউজিয়ামের নানা প্রান্তের কোথাও প্রজনন প্রক্রিয়া, জটিল স্ত্রীরোগ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে।
এই মিউজিয়ামে স্ত্রীরোগ নিয়ে সচেতনতা বাড়াতে নানা প্রদর্শনীর আয়োজন করা হয়। তাছাড়া কমেডি নাইটস, থিয়েটারও হয়।
Published By: Sayani SenPosted: 09:34 PM Jan 16, 2026Updated: 09:44 PM Jan 16, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
