Advertisement
'আমার আলো', নববর্ষে অনুষ্কার সঙ্গে ছবি বিরাটের, স্মৃতি স্মরণ করলেন গীতার শ্লোক, আর কে কী করছেন?
নতুন বছরে নতুন শপথ।
আরও এক বর্ষবিদায়। নতুন বছরকে স্বাগত জানানোর পালা। ২০২৫ সাল ভারতীয় ক্রিকেটের উজ্বল বছর। টেস্ট ক্রিকেটে কিছু ব্যর্থতা বাদ দিলে পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে দুটি আইসিসি ট্রফি এসেছে ঘরে। ক্রিকেটাররাও ব্যক্তিগত ও পেশাগত জীবনে উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন। সেসব ভুলে নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন তারা।
অভিনব ছবি পোস্ট করে নতুন ইংরেজি বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। বিরাটদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে দু’জনের মুখেই রং দিয়ে আঁকা ছবি। কোহলির মুখের বাঁ দিকের অংশে স্পাইডার ম্যানের মুখ আঁকা। অনুষ্কার মুখের বাঁ দিকে আঁকা প্রজাপতি।
ওই ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, "আমার জীবনের আলোকে সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।" অনুষ্কারও বক্তব্য হাসিমুখে নতুন বছরে পা রাখছেন তাঁরা।
২০২৫ সালে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে স্মৃতি মন্ধানার জীবনে। আবার ক্রিকেট কেরিয়ারে তিনি কাটাচ্ছেন সোনালি সময়। নতুন বছরে স্মৃতি ব্যক্তিগত জীবনের সব যন্ত্রণাকে পিছনে ফেলে এগোতে চান। বছর শেষের পোস্টে তিনি স্মরণ করেছেন গীতার শ্লোক। যার সরলার্থ, "ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ভালো কিছু হওয়ার আগে, সবকিছু ওলটপালট হয়ে যায়। অতএব অপেক্ষাই শ্রেষ্ঠ পথ।"
আইপিএলের ওই মাস তিনেক বাদ দিলে সারাবছর ক্রিকেট থেকে বহুদূরে মহেন্দ্র সিং ধোনি। তিনি এখন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। এবং ফ্যামিলি ম্যানের মতোই স্ত্রী-কন্যার সঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি।
বুধবার অর্থাৎ বছরের শেষদিন ছিল রোহিত শর্মার বড় মেয়ে সামাইরার জন্মদিন। সপরিবারে মেয়ের জন্মদিন কাটাতে ফিলিপিন্সে গিয়েছেন রোহিত। সেখানেই বর্ষবরণ করল শর্মা পরিবার।
Published By: Subhajit MandalPosted: 10:22 AM Jan 01, 2026Updated: 10:43 AM Jan 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
