সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কখন যে কী ভাইরাল (Viral) হয়ে যায় বলা মুশকিল। কত ছবি কিংবা ভিডিও যে মুহূর্তে নেটিজেনদের নজর কেড়ে নেয় হিসেব পাওয়া কঠিন। সেভাবেই এক সাদা মাছের ছবি সবাইকে অবাক করে দিয়েছে। স্বচ্ছ শরীরের ওই মাছটিকে (Fish) দেখে কার্যত চমকে গিয়েছে সকলে। আর তাই সেটি ভাইরাল হতে সময় নেয়নি। গত কয়েক দিনে অনেকেই শেয়ার করেছেন ওই মাছটির ছবি।
সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করার সময় ওই ইউজার সেটিকে বর্ণনা করেছেন ‘ফ্র্যাঙ্কেনস্টাইনের মাছ’ বলে। মাছটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার সবুজ রঙের চোখ এবং অদ্ভুতদর্শন পাখনা। মাছটির শরীরে কিছু অদ্ভুত দাগও রয়েছে। যা দেখে মনে হতে পারে সেটির শরীর যেন সেলাই করা।
[আরও পড়ুন: ‘দেশের স্বার্থে পালটানো যেতেই পারে নিয়ম’, CDS নিয়োগ নিয়ে আইন সংশোধনের প্রস্তাব কেন্দ্রের]
‘rfedortsov_official_account’ নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছবিটি শেয়ার করেছেন। তারপরই তা ভাইরাল হয়ে গিয়েছে। ওই ইউজার প্রায়ই তাঁর অ্যাকাউন্ট থেকে নানা রকমের মাছের ছবি শেয়ার করেন। যে মাছগুলিকে তিনিই ধরেছেন। আর এবার তাঁর জালে ধরা পড়া ‘ফ্র্যাঙ্কেনস্টাইনের মাছ’ হয়ে গিয়েছে ইন্টারনেট সেনসেশন।
[আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের কর্মীরা এবার বেতন ছাড়াও পাবেন অতিরিক্ত ৩০ হাজার টাকা, জানুন কী শর্তে]
অনেকেই মাছটিকে দেখে আতঙ্কিত হয়ে নানা মন্তব্য করেছেন। এমনকী, অনেকেই এটিকে ‘ভূতুড়ে’ বলেও দাবি করছেন। তবে ব্রিটেনের সংগঠন ‘শার্ক ট্রাস্টে’র মতে, এই ধরনের মাছ সমুদ্রের অনেক গভীরে থাকে। সাধারণত ৬৫০ থেকে ৮ হাজার ৫৩০ ফুট নিচে এদের পাওয়া যায়। এতটা নিচে থাকার কারণে তাদের জলের চাপ সহ্য করার অপরিসীম ক্ষমতা থাকে।
এরই পাশাপাশি আরও একটি ছবি শেয়ার করেছেন ওই ইউজার। যেটি শেয়ার করে তিনি লেখেন, ”আশা করি আপনি এখন খাচ্ছেন না।” আসলে মাছটির ঠেলে বেরিয়ে আসা চোখ ও মুখ থেকে বেরিয়ে আসা নাড়িভুঁড়ির কারণেই ওই মন্তব্য তাঁর।