shono
Advertisement
PM Modi US Visit

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আমেরিকা পৌঁছলেন মোদি, রাজকীয় অভ্যর্থনা প্রধানমন্ত্রীকে

নমোকে দেখে উচ্ছ্বসিত মার্কিন মুলুকের প্রবাসী ভারতীয়রাও। কী কী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর?
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 09:18 AM Feb 13, 2025Updated: 02:16 PM Feb 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। আজ বৃহস্পতিবার তিনি আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। জানা গিয়েছে, এই বৈঠকের লাইভ স্ট্রিমিংও হবে। দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাতের দিকেই তাকিয়ে বিশ্ব। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এই প্রথমবার তাঁর সাক্ষাৎ হবে 'বন্ধু' মোদির সঙ্গে। নমোকে দেখে উচ্ছ্বসিত মার্কিন মুলুকের প্রবাসী ভারতীয়রাও।

Advertisement

ফ্রান্স সফর সেরেই গতকাল মোদি রওনা দেন আমেরিকার উদ্দেশে। স্থানীয় সময় ভোর রাত নাগাদ তাঁর বিমান অবতরণ করে ওয়াশিংটনের ডিসির বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানান মার্কিন আধিকারিক ও আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয়মোহন কোয়াত্রা। এই সফরে মোদি থাকবেন ব্লেয়ার হাউসে। যা বিশ্বের অন্যতম বিলাসবহুল হোটেল হিসাবে পরিচিত। অতীতেও বহু রাষ্ট্রপ্রধান এই বাড়িতে থেকেছেন। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য সেখানে ভিড় জমান প্রবাসী ভারতীয়রা। তাঁদের হাতে ছিল ভারতের পতাকা। মোদি সেখানে পৌঁছতেই হাততালিতে ফেটে পড়ে চারপাশ। সকলেই এগিয়ে আসেন নমোর সঙ্গে একবার হাত মেলানোর জন্য।

জানা গিয়েছে, কর্মসূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসবেন মোদি। আমেরিকার সময় অনুযায়ী এদিন দুপুর ৪টের সময় হোয়াইট হাউসে যাবেন মোদি। ৪টে ৫ থেকে ৪টে ৫০ পর্যন্ত দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক চলবে। এরপর বিকাল ৫টা ১০ থেকে ৫টা ৪০ পর্যন্ত সাংবাদিক সম্মেলন করবেন ট্রাম্প ও মোদি। তারপর ৫টা ৪০ থেকে ৬টা ৪০ পর্যন্ত ট্রাম্পের আয়োজিত নৈশভোজে যোগ দেবেন মোদি।

এদিন আমেরিকায় পৌঁছানোর পর মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, 'কিছুক্ষণ আগেই ওয়াশিংটনে নামলাম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি। এই সফরে ভারত-আমেরিকার আন্তর্জাতিক ও কূটনৈতিক বোঝাপড়া আরও মজবুত হবে।' বন্ধুর সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছেন ট্রাম্পও। প্রসঙ্গত, ফের একবার হোয়াইট হাউসে প্রবেশ করার পর এখনও পর্যন্ত ৩ রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মোদি চতুর্থ। এর আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা এবং জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লা দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে।

তবে মোদির এই সফরের আগেই ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর নতুন করে শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এই ধাতুগুলোর পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আদায়ের কথা জানিয়েছেন। এতেই নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্পের এই ঘোষণাতেই খাদের মুখে এসে পড়েছে ভারতের ১০০ কোটি ডলারের রপ্তানি। কারণ দিল্লি যে অ্যালুমিনিয়াম রপ্তানি করে তার প্রায় ১২ শতাংশ যায় আমেরিকায়। এই অতিরিক্ত শুল্কে জেরে স্বাভাবিকভাবেই মার্কিন কোম্পানিগুলো আর ভারতের থেকে চড়া দামে পণ্য কিনতে চাইবে না। ধাক্কা খাবে ভারতীয় বাণিজ্য। এছাড়া কয়েকদিন আগেই শতাধিক 'অনুপ্রবেশকারী' ভারতীয়কে আমেরিকা থেকে ভারতে পাঠিয়েছেন ট্রাম্প। ফলে তাঁর সঙ্গে মোদির বৈঠকে আমেরিকার নতুন অভিবাসন ও শুল্কনীতি নিয়ে আলোচনা করেন কি না সেদিকেই তাকিয়ে কূটনীতিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুদিনের সফরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • আজ বৃহস্পতিবার তিনি আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
  • ফ্রান্স সফর সেরেই গতকাল মোদি রওনা দেন আমেরিকার উদ্দেশে।
Advertisement