সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাঁদের মাটিতে প্রথম ভারতীয়র পা পড়বে ২০৪০ সালের মধ্যে। তারও আগে ২০৩৫ সালের মধ্যেই মহাকাশ স্টেশন স্থাপন করবে ভারত। এমনই উচ্চাকাঙ্ক্ষী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদ্যই চাঁদের দক্ষিণ মেরুতে নেমে ইতিহাস গড়েছে চন্দ্রযান ৩। সেই সাফল্যের মধ্যেই এবার বড় ঘোষণা মোদির।
ভারত যে অন্তরীক্ষে স্পেস স্টেশন স্থাপন করবে, তা আগেই ইসরো (ISRO) প্রধান এস সোমনাথ আগেই জেনেছিলেন। এবার প্রধানমন্ত্রী তার সময় বেঁধে দিলেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনের পর মহাকাশ স্টেশন স্থাপন করেছে চিনও। সেই স্টেশনের নাম তিয়াংগং মহাকাশ স্টেশন। এর মধ্যেই স্পেস রেসে তাদের সঙ্গে পাল্লা দিয়ে নয়া ঘোষণা মোদির। সেই সঙ্গেই শুক্র ও মঙ্গলে অভিযানের বিষয়েও তিনি ইসরোর বিজ্ঞানীদের উৎসাহিত করেছেন। গগনযান মিশনে মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। তার মধ্য়েই আরও বড় স্বপ্নের হদিশই যেন দিলেন প্রধানমন্ত্রী।
[আরও পডুন: ‘ওই দেখো হাতি হাঁটছে!’ ফ্যাশন শোয়ে বিপাশাকে দেখে কটাক্ষ নেটিজেনদের]
উল্লেখ্য, ২০২৩ সালে মহাকাশে ভারতের জয়যাত্রা অব্যাহত। চন্দ্রযান ৩ ইতিমধ্যেই সাফল্যের নজির রেখেছে। সূর্য সম্পর্ক আরও জানতে পাড়ি দিয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি আদিত্য এল১ (Aditya L1)। রয়েছে ‘মিশন গগনযান’ও। কিন্তু এখানেই না থেমে মোদির মুখে নয়া টার্গেটের কথা বুঝিয়ে দিচ্ছে আমেরিকা, রাশিয়া ও চিনের সঙ্গে মহাকাশেও টক্কর নিতে প্রস্তুত নয়াদিল্লি।