shono
Advertisement

নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির!

কালো টাকার মালিকদের রক্তচাপ আরও বাড়িয়ে দিলেন মোদি৷ The post নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:56 PM Nov 12, 2016Updated: 02:26 PM Nov 12, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি দেশ৷ প্রধানমন্ত্রীর নির্দেশে রাতারাতি বাতিল হয়ে গিয়েছে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট৷ কিন্তু ব্যাঙ্ক বা এটিএম থেকেও মিলছে না পর্যাপ্ত টাকা৷ এই পরিস্থিতিতেও সুদূরপ্রসারী লাভের কথা ভেবে সাধারণ মানুষ যেভাবে কেন্দ্রকে সহযোগিতা করছেন, তার ভূয়সী প্রশংসা করলেন জাপান সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Advertisement

শনিবার প্রবাসী ভারতীয়দের সামনে এই বক্তব্য পেশ করেন মোদি৷ নিজের ভাষণে একহাত নিলেন বিরোধীদেরও৷ পাশাপাশি স্যালুট জানালেন সেই সব ভারতীয়কে, যাঁরা এই সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়লেও নয়া নিয়মকে স্বাগত জানিয়েছেন৷ এদিন মোদি বলেন, “আমি প্রত্যেক ভারতীয়কে, প্রতিটি পরিবারকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই৷ বহু পরিবারে বিয়ে, চিকিৎসা সংক্রান্ত কারণে বেশ কিছু সমস্যা হয়েছে৷ তবু তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তাঁদের স্যালুট৷”

(বেজিংয়ের দাদাগিরি রুখতে এককাট্টা ভারত-জাপান)

মোদি আরও বলেন, “দেশের টাকা লুঠ হয়েছে৷ সেই টাকা উদ্ধার করতেই হবে৷ প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে৷” গবির-বড়লোক-প্রভাবশালী কাউকে রেয়াত করা হবে না৷ দেশের মানুষের স্বার্থেই যে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছে, এদিন সে কথা ফের একবার মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান, দেশকে স্বচ্ছ করতেই নোট বাতিলের সিদ্ধান্ত৷ সাধারণ মানুষের হয়রানি রুখতে আরও কিছু অভিনব পদক্ষেপের কথা ভাবছেন প্রধানমন্ত্রী ও তাঁর কোর টিম৷ কিন্তু সে কথা সর্বসমক্ষে আনা যাবে না বলে এদিন জানিয়েছেন মোদি৷ সাধারণ মানুষের স্বার্থরক্ষা যে কেন্দ্রের দায়িত্ব, এদিন সে কথাও স্বীকার করেন মোদি৷ এখানেই শেষ নয়, মোদি এও জানিয়েছেন, শুধু ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেই কালো টাকার বিরুদ্ধে কেন্দ্রের অভিযান শেষ হচ্ছে না৷ এর পর আরও অভিনব পদক্ষেপ করতে পারে কেন্দ্র৷ এদিন মোদি বলেন, “আমরা গ্যারান্টি দিতে পারি না যে নয়া স্কিম শেষ হওয়ার পর আমরা অন্য কোনও পদক্ষেপ করব না৷ দুর্নীতিকে গোড়া থেকে নিকেশ করতে হবে৷” দুর্নীতিগ্রস্তদের শাস্তি দিতে যত দূর যেতে হয় তিনি যাবেন ও সৎ মানুষের পাশে দাঁড়াবেন বলেও এদিন উপস্থিত ভারতীয়দের আশ্বাস দেন প্রধানমন্ত্রী৷ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত হিসাব বহির্ভূত সমস্ত টাকার রেকর্ড খতিয়ে দেখা হবে এদিন ফের হুঁশিয়ারি দিয়েছেন মোদি৷

(নোট বাতিলে মোদির পদক্ষেপ ঘায়েল করবে পাকিস্তানকেও)

The post নোট বাতিলের পর আরও বড় পদক্ষেপের পরিকল্পনা মোদির! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement