shono
Advertisement

মোদির ছবি বিকৃত করে শ্রীঘরে যুবক

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল৷ ফটোশপের জমানায় এ কাজ আহামরি কিছু নয় তবে এরকম কাজ করতে গিয়েই বিপাকে পড়লেন এক যুবক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে জেলে যেতে হল তাঁকে৷ The post মোদির ছবি বিকৃত করে শ্রীঘরে যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:33 PM May 17, 2016Updated: 05:03 PM May 17, 2016

ছিল রুমাল, হয়ে গেল বিড়াল৷ ফটোশপের জমানায় এ কাজ আহামরি কিছু নয় তবে এরকম কাজ করতে গিয়েই বিপাকে পড়লেন এক যুবক৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে জেলে যেতে হল তাঁকে৷

Advertisement

মহম্মদ মেহবুব নামে ওই ব্যক্তি কর্ণাটকের বাসিন্দা৷ কাজ করেন এক গহনা দোকানে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি পোস্ট করেছিলেন৷ ছবিটিতে প্রধানমন্ত্রী দলের বর্ষিয়ান নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করছিলেন৷ এ ছবিতেই আদবানির জায়গায় উদয় হন আকবরউদ্দিন ওয়াশি৷ তিনি হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াসির ভাই৷ কোনও বিশেষ উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷ এই মর্মে বিজেপি কর্মীর থেকে অভিযোগও পায় পুলিশ৷ সেই ভিত্তিতেই নানাজনের মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে৷

যদিও ওই ব্যক্তি সাফাই দিয়ে জানিয়েছেন, তিনি ওই ছবি বিকৃত করেননি৷ এক বন্ধুর থেকে পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ এর আগে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে বিপাকে পড়েছিলেন এক সাংবাদিক৷ তবে এই যুবকের শাস্তি একটি দৃষ্টান্ত হয়ে থাকল৷

 

 

The post মোদির ছবি বিকৃত করে শ্রীঘরে যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement