সঞ্জীব মণ্ডল, শিলিগুড়ি: কবর থেকে দেহ তুলে তা পাচার। কোনও দেহ পড়ে রয়েছে মুণ্ডহীন অবস্থায়। আবার কোনও দেহই উধাও। বৃহস্পতিবার সকালে এমন অভিযোগকে ঘিরেই হইচই পড়ে যায় শিলিগুড়িতে। ঘটনার তদন্তে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
[অফিস টাইমে দেরিতে ট্রেন, রণক্ষেত্র নুঙ্গি স্টেশন]
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা এলাকার মমতাপাড়ায় একটি কবরস্থান রয়েছে। নদীর পাশের এই কবরস্থানটি বহু পুরনো। বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন দেখেন, কবরের মাটি খোঁড়া। এগিয়ে গিয়ে দেখেন জায়গা ফাঁকা করে দেহ নিয়ে পালিয়েছে কেউ। বেশ কয়েকটি দেহই বেপাত্তা। আবার কোনওটির শরীর থাকলেও, ধর থেকে মুণ্ডখানা বাদ। প্রায় চারটি দেহের হদিশ নেই। কে বা কারা এমন কাণ্ড ঘটাল তা নিয়ে ধন্দে পুলিশ। শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার গৌরব লাল বলেন, এনজেপি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
[মৃত্যুদণ্ড কার্যকর হল কুখ্যাত হুজি জঙ্গিনেতা হান্নান ও তার দুই সহযোগীর]
The post কবর খুঁড়ে দেহ নিয়ে পালাল কারা? তুলকালাম গোরস্থানে appeared first on Sangbad Pratidin.
