shono
Advertisement

মহিলা কনস্টেবলের মৃত্যু ঘিরে রণক্ষেত্র পাটনা পুলিশ লাইন

কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে তাণ্ডব চালালেন পুলিশ কর্মীরাই৷
Posted: 03:47 PM Nov 02, 2018Updated: 03:49 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ লাইনের হুজ্জতি চালাচ্ছেন পুলিশ কর্মীরাই, নির্দ্বিধায় ভাঙছেন আসবাব ও গাড়ি৷ এমনই ঘটনার সাক্ষী থাকল পাটনা৷ এক মহিলা পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনা ঘিরে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল লালু, নীতীশের রাজ্যের পুলিশ লাইনে৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতি-সহ একাধিক অভিযোগ তুলে কার্যত তাণ্ডব চালালেন প্রায় শ’তিনেক পুলিশ কর্মী৷ যাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা বলে জানা গিয়েছে৷

Advertisement

[মধ্যপ্রদেশে প্রকট কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, টিকিট বিলিকে ঘিরে যুযুধান দিগ্বিজয়-জ্যোতিরাদিত্য]

জানা গিয়েছে, কর্মরত অবস্থায় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা পুলিশকর্মী৷ কর্তৃপক্ষের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন তিনি৷ অভিযোগ, তাঁর আবেদনে মঞ্জুর করেনি কর্তৃপক্ষ৷ তাঁকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় ছুটি দেওয়া যাবে না৷ এরপরেই ওই মহিলা কনস্টেবলের শারীরিক পরিস্থিতি আরও খারাপ হয়৷ তাঁকে ভরতি করা হয় হাসপাতালে৷ সেখানেই মৃত্যু হয় ওই কনস্টেবলের৷

[লোকসভার আগেই সংসদে রাম মন্দির বিল, ঘোষণা বিজেপি সাংসদের]

এরপরেই শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাটনা পুলিশ লাইনের পরিস্থিতি৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হন পুলিশ লাইনের অন্যান্য উর্দিধারীরা৷ তাঁরা তাণ্ডব চালান পুলিশ লাইনের কোয়াটারে৷ নির্বিচারে ভাঙা হয় আসবাব থেকে শুরু করে গাড়ি৷ মারধর করা হয় উচ্চতর আধিকারিকদের৷ প্রায় তিনশোর বেশি তাণ্ডবকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মহিলা ছিলেন৷ অভিযোগ, কর্তৃপক্ষ তাঁদের কোনও ধরনের সাহায্য করে না৷ হাজার অসুবিধা থাকলেও মেলে না ছুটি৷ প্রয়োজন মতো খাবার ও জল না পাওয়ারও অভিযোগ রয়েছে৷ ঘটনাকে ঘিরে যথেষ্ট চাপ তৈরি হয়েছে বিহার সরকারের উপর৷ রাজ্যের আইন-শৃঙ্খলা বজায় রাখা যাঁদের দায়িত্ব, সেই পুলিশ কর্মীরাই এমন ভাঙচুর ও তাণ্ডব চালানোয় নিন্দায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ তবে যে যুক্তিতে পুলিশ কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন তাকেও সমর্থন জানিয়েছে একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement