shono
Advertisement

Breaking News

মোদি ম্যাজিকে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি

খড়কুটোর মতো উড়ে যাবে বিরোধীরা৷ The post মোদি ম্যাজিকে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:37 PM Jan 05, 2017Updated: 09:14 AM Jan 05, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশন উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার দিনই জনমত সমীক্ষায় এগিয়ে থাকল বিজেপি৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা সমীক্ষার রিপোর্ট বলছে, আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি৷ ধুয়েমুছে যাবে কংগ্রেস, বামেরা৷

Advertisement

(১৩ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানির পথে ভারত)

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে বড় পরীক্ষা উত্তরপ্রদেশের নির্বাচন৷ ২০ কোটি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশে ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ মোট সাত দফায় ভোটগ্রহণ পর্ব চলবে৷ এছাড়াও গোয়া, মণিপুর, পাঞ্জাব, এবং উত্তরাখণ্ডে ফেব্রুয়ারি-মার্চে ভোট হবে৷ পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণা হবে ১১ মার্চ৷ নিয়ন্ত্রণরেখায় এবং কালো টাকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর পর প্রধানমন্ত্রী মোদি তাঁর জনপ্রিয়তা কতটা ধরে রাখতে পেরেছেন বা হারিয়েছেন, তা জানা যাবে ওইদিনই৷ তাই এই ভোটে এখন থেকেই নজর রাখা শুরু করেছে দেশের সব অংশের মানুষ৷

সমীক্ষা বলছে, নোট বাতিলে আখেরে মোদির জনপ্রিয়তা বেড়েছে৷ সাধারণ মানুষ আস্থা দেখাচ্ছেন মোদির বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর৷ পাশাপাশি, নোট বাতিলের বিরোধিতা করায় বিরোধীদের প্রতি জনগণের আস্থা কমেছে, বেড়েছে রাগ-ক্ষোভ৷ সমীক্ষা বলছে, আসন্ন নির্বাচনে ৪০৩টির মধ্যে ২০৬-২১৬টি বিধানসভা আসনে জয়ী হবে গেরুয়া শিবির৷ ২০১২-র বিধানসভা নির্বাচনে ১৫ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি, জিতেছিল ৪৭টি আসনে৷

(পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা কমিশনের)

সমীক্ষা আরও জানাচ্ছে, বর্তমান শাসক দল সমাজবাদী পার্টি আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হতে পারে৷ সপা পেতে পারে ৯২-৯৭টি আসন৷ মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে ৭৯-৮৫টি আসন৷ তবে মুসলিম ভোটব্যাঙ্কে কামড় বসাতে পারবেন না মায়াবতী, মুসলিম ভোটাররা সপা-র প্রতিই সদয় থাকবেন বলে জানাচ্ছে সমীক্ষা৷ তা সে যতই যাদব পরিবারে কোন্দল লেগে থাক না কেন!

তবে আসন্ন নির্বাচনে ভরাডুবি হবে কংগ্রেসের৷ বড়জোর ৫-৯টি আসন পাবে কংগ্রেস৷ অন্যান্য দলগুলি যেমন রাষ্ট্রীয় লোক দল, আপনা দল ও বামেরা সবমিলিয়ে ৭-১১টি আসন পেতে পারে বলে আঁচ করেছে সমীক্ষা৷ বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদে অধিকাংশেরই পছন্দ রাজনাথ সিংকে৷ তাঁর পক্ষে মত দিয়েছেন ২০ শতাংশ মানুষ৷ চমক আরও রয়েছে৷ রাজনাথের পর গোরখপুরের সাংসদ যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে দেখতে চান ১৮ শতাংশ মানুষ৷

দু’দিন আগে লখনউয়ে দলের পরিবর্তন যাত্রায় মোদি আশাপ্রকাশ করেছেন, সে রাজ্যে এবার বিজেপির ১৪ বছরের নির্বাসন শেষ হওয়ার সময় এসেছে৷ ২০১৯-এর লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেও উত্তরপ্রদেশের বিধানসভা ভোট খুব গুরুত্বপূর্ণ৷ বলা হয়ে থাকে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার৷ উল্লেখ্যযোগ্যভাবে, প্রধানমন্ত্রী মোদির লোকসভা কেন্দ্রও এই রাজ্যেই, বারাণসী৷ তাই উত্তরপ্রদেশে দলের জন্য জয় নিয়ে আসা তাঁর কাছে এক বড় চ্যালেঞ্জ৷ আর তার জন্য মোদি ইতিমধ্যেই এই রাজ্যে সব ধরনের ‘রাজনৈতিক মূলধন’ ঢেলে দিয়েছেন৷ গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান মুখ ছিলেন মোদি৷ আর তাতেই উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে এসেছিল ৭৩টি আসন৷ কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে৷ এবারও উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দলের প্রধান কান্ডারি মোদি-ই৷ কিন্তু তাঁর জনপ্রিয়তা বেড়েছে না কমেছে, তা জানা যাবে ১১ মার্চ৷

(প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইক, জানিয়ে দিলেন নয়া সেনাপ্রধান)

The post মোদি ম্যাজিকে উত্তরপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement