সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক পদক জিতেই বড় দায়িত্ব পেলেন পি আর শ্রীজেশ। তিনি আগেই জানিয়েছিলেন, অলিম্পিক শেষ হলেই হকি স্টিক তুলে রাখবেন। তবে অবসর নিলেও হকি থেকে দূরে থাকতে পারছেন না ডিফেন্সের শেষ প্রহরী। দ্রুতই হকির নতুন দায়িত্বে দেখা যাবে শ্রীজেশকে। বৃহস্পতিবার হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়, ভারতের যুব হকি দলকে কোচিং করাবেন তিনি।
টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিক থেকে পদক জিতে ফিরেছে ভারতীয় হকি দল। শেষবার টানা দুই অলিম্পিকে ভারতীয় হকি দল পদক জিতেছিল ৫২ বছর আগে, মেক্সিকো সিটি (১৯৬৮) এবং মিউনিখে (১৯৭২)। সেই দু’বারও তৃতীয় হয়েছিল ভারত। ৫২ বছর পরে ফের টানা দুই অলিম্পিকে পদক জয়ের অন্যতম কারিগর শ্রীজেশ নিজেই। অলিম্পিক গড়ানোর সঙ্গে সঙ্গে উদ্বেল হয়েছে আসমুদ্রহিমাচল, শ্রীজেশের অবসর-সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে। তবে এই সিদ্ধান্তে বদল হবে না, টানা দ্বিতীয়বার অলিম্পিকে ব্রোঞ্জ জিতে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
[আরও পড়ুন: আরও এক পদকের সামনে তরুণ কুস্তিগির আমন, আর কোন ইভেন্টে ভালো ফল করতে পারে ভারত?]
তবে অবসর নিলেও প্রিয় হকি থেকে দূরে থাকছেন না শ্রীজেশ। বৃহস্পতিবার স্পেনকে হারিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ জেতে ভারত। তার পরেই হকি ইন্ডিয়ার তরফে জানানো হয়, এবার নয়া ভূমিকায় দেখা যাবে সদ্যপ্রাক্তন গোলকিপারকে। সোশাল মিডিয়ায় বলা হয়, "কিংবদন্তিকে একটা ভূমিকায় দেখা যাবে। ভারতের ছেলেদের জুনিয়র হকি দলের কোচ হচ্ছেন পি আর শ্রীজেশ। খেলা থেকে শুরু করে কোচিং - সব তরুণদের অনুপ্রেরণা আপনি। আপনার কোচিং দেখার জন্য মুখিয়ে রয়েছি সকলে।"
অবসরের পরে কোচিংয়ে আসতে চান এমন ইঙ্গিত আগেও দিয়েছিলেন শ্রীজেশ। তাঁর মতে, "গোলকিপার হিসাবে মাঠে খানিকটা কোচিং করাতেই হয়। রক্ষণভাগের প্লেয়ারদের সঙ্গে কথা বলে তাদের পরিচালনা করি। মাঝমাঠের খেলোয়াড়দের সঙ্গে কথা বলি। ফরওয়ার্ডদের ভুলত্রুটি শুধরে দিই।" আগামী দিনের তরুণ হকি প্রতিভাকে তুলে আনবেন শ্রীজেশ, আশায় দেশবাসী।