সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ম্যাগনাস কার্লসেনের দ্বিতীয় গেমও ড্র হল। তিরিশটি চালের পরে দুই তারকাই করমর্দন করে খেলা ড্রয়ের সিদ্ধান্ত নেন। ফলে দাবা বিশ্বকাপে ক্লাসিক্যাল দু’টি রাউন্ডের শেষেও পাওয়া গেল না বিশ্বচ্যাম্পিয়ন।
বৃহস্পতিবার টাইব্রেকার। এই টাইব্রেকারই স্থির করবে বিশ্বচ্যাম্পিয়ন। টাইব্রেকারে প্রথম ২৫ মিনিট করে র্যাপিড রাউন্ড চলবে। সেখানে ফয়সলা না হলে ১০ মিনিটের র্যাপিড রাউন্ড হবে। তাতেও বিশ্বচ্যাম্পিয়ন না পাওয়া গেলে ব্লিৎজের মাধ্যমে পাওয়া যাবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
[আরও পড়ুন: আবাহনীকে মাটি ধরিয়ে এএফসি কাপের গ্রুপে পর্বে মোহনবাগান, সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে কারা?]
বুধবার সাদা ঘুঁটি নিয়ে বসেন কার্লসেন। প্রজ্ঞানন্দ খেলেন কালো ঘুঁটিতে। দু’ জনেই অত্যন্ত আগ্রাসী ভাবে শুরু করেছিলেন দ্বিতীয় গেম। কিন্তু একটা সময়ের পরে দু’ জনই নিজেদের কুইন বাঁচানোর চেষ্টা করেন। তিরিশ চালের পরে দুই খেলোয়াড়ই স্থির করেন ম্যাচ ড্র।
প্রজ্ঞানন্দ ও কার্লসেনের বুদ্ধিযুদ্ধ যখন চলছে, তখন গোটা ভারত মজে চন্দ্রযান থ্রিতে। বীর বিক্রমে চাঁদের মাটিতে ভারত। ঠিক তখনই কার্লসেন ও প্রজ্ঞানন্দের লড়াই গড়ায় ড্রয়ে।
প্রজ্ঞানন্দকে যত দেখছে, ততই যেন বিস্মিত হচ্ছে গোটা বিশ্ব। তিনি বিস্ময়বালক। দাবা বিশ্বকাপের ফাইনালে (Chess World Cup 2023 Final) তাক লাগিয়ে দিয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের সঙ্গে প্রথম গেম ড্র করেছিলেন। দ্বিতীয় গেমে কার্লসেনকে আটকে দিলেন ভারতের বিস্ময় বালক।
[আরও পড়ুন: ‘বুমরাহর প্রত্যাবর্তনে ভারত আরও শক্তিশালী’, বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে সতর্ক করলেন সৌরভ]