হেমন্ত মৈথিল, মহাকুম্ভ নগর: মহাকুম্ভে প্রতিদিন উপচে পড়ছে ভিড়। গোটা ভারত প্রয়াগরাজমুখী! বুধবার উত্তরপ্রদেশ বিধানসভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, এখনও পর্যন্ত ৫৬ কোটি ২৫ লক্ষ পুণ্যার্থী মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন। এদিকে সোশাল মিডিয়ায় গুজব ছড়িয়েছে, যেহেতু প্রবল ভিড় হচ্ছে কুম্ভে, সেকথা মাথায় রেখে আগামী মার্চ মাস অবধি চলবে মহা মেলা। গুজব উড়িয়ে প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্র মান্দার বুধবার জানালেন, পূর্ব নির্ধারিত দিনেই কুম্ভ মেলা সমাপ্ত হচ্ছে।
১৩ জানুয়ারি, ২০২৫ থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। আগেই জানানো হয়েছিল যে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। এদিন প্রয়াগরাজের জেলাশাসক জানান, শেষ দিন পর্যন্ত পুণ্যার্থীদের নির্বিঘ্নে স্নান ও নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। গুজব প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্র মান্দার জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মহাকুম্ভে ভক্তদের গতিবিধিতে নজর রাখা হচ্ছে। তিনি বলেন, দয়া করে মিথ্যে খবরে কান দেবেন না। উত্তরপ্রদেশ সরকার কিংবা জেলা প্রশাসন মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ ২৬ ফেব্রুয়ারিতেই মহাকুম্ভের পরিসমাপ্তি হবে।
এদিকে ত্রিবেণীর দূষিত জল নিয়ে তরজা অব্যাহত। মঙ্গলবার কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের রিপোর্ট উড়িয়ে দিয়েছেন যোগী। তিনি পালটা দাবি করছেন, পুণ্যস্নান তো বটেই, এমনকী আচমনের জন্য পানেরও যোগ্য প্রয়াগরাজের নদীর জল। এইসঙ্গে ‘কুম্ভের জলে স্নানে শরীরের ক্ষতি হতে পারে’, বিরোধীরা এমন মিথ্যে প্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
