shono
Advertisement

Breaking News

ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প

কোনও হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র, জানিয়ে দিলেন তিনি৷ The post ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.
Posted: 10:27 AM Mar 01, 2017Updated: 04:57 AM Mar 01, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানসাসে ভারতীয় ইঞ্জিনিয়ারকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ক্যানসাসের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমেরিকা কোনও ধরনের ঘৃণার রাজনীতিকে প্রশ্রয় দেবে না৷ তিনি বলেন, কানসাসের ঘটনায় আসলে নিশানা ছিল ইহুদিরা৷

Advertisement

(তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের)

প্রসঙ্গত, গত সপ্তাহে ভারতীয় ইঞ্জিনিয়ার শ্রীনিবাসকে কুচুতভোলাকে গুলি করে হত্যা করে মার্কিন নাগরিক অ্যাডাম৷ “আমার দেশ থেকে বেরিয়ে যাও”, এই কথা বলেই শ্রীনিবাস এবং অপর এক ভারতীয় আলোক মাদাসানির উপর হামলা করে সে৷ তাঁদের দু’জনের উপর এলোপাথারি গুলি চালানো হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীনিবাসের৷ গুরুতর জখম হলেও, অপর এক মার্কিন নাগরিকের তৎপরতায় প্রাণে বাঁচেন আলোক৷

(ভারতীয় কূটনীতিকদের বিদ্রুপকারী বলল চিনা মিডিয়া)

ট্রাম্প মার্কিন কংগ্রেসে ভাষণ শুরু করে ফের ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ নীতির কথা মনে করিয়ে দিয়ে৷ তাঁর সঙ্গে তিনি আরও বলেন, সময় এসে গেছে ‘ওবামাকেয়ার’কে সরিয়ে দেওয়ার৷ এছাড়া ফের জঙ্গি সংঘঠন আইএসআইএসকে একহাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি বিশ্বের সমস্ত মুসলিম জনসাধারণের সমর্থন নিয়েই এই জঙ্গি গোষ্ঠীকে শেষ করতে বদ্ধপরিকর৷ কারণ আইএস-রা মুসলিম থেকে শুরু করে খ্রিস্টান, সবধর্মের মানুষকেই হত্যা করছে৷ আর এই চরমপন্থী জঙ্গি সংগঠনগুলোর নিশানা থেকে নিজের দেশকে রক্ষা করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ৷

পাশাপাশি, মার্কিন মুলুককে এই জঙ্গি নিশানা থেকে মুক্ত করতে, দেশের দক্ষিণ সীমান্তে খুব শীঘ্রই প্রাচীর তৈরির কাজ শুরু হবে বলেও ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট৷ এছাড়াও রাষ্ট্রের সার্বিক উন্নতি সাধনের জন্য বেকারত্ব দূরীকরণ, শ্রমিকদের বেতন বৃদ্ধি, মহিলাদের উন্নয়নের কথাও এদিন তিনি বলেন৷

The post ক্যানসাস হামলার কড়া সমালোচনা করলেন ট্রাম্প appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement