shono
Advertisement

২২ বছর পর ফের কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন

বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে নির্দেশিকা৷ The post ২২ বছর পর ফের কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন appeared first on Sangbad Pratidin.
Posted: 08:23 PM Dec 19, 2018Updated: 08:23 PM Dec 19, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ২২ বছর পর আবারও জম্মু-কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন৷ বুধবারই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিন মধ্যরাত থেকেই কার্যকর হবে কেন্দ্রের এই নির্দেশিকা৷ পিডিপি-বিজেপি জোট ভাঙার পর, ছ’মাস আগেই উপত্যকায় জারি হয়েছিল রাজ্যপালের শাসন৷ বুধবারই সেই মেয়াদ পূর্ণ হয়েছে৷ ফলে, জম্মু-কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির দিকে নজর রেখে আবারও সেখানে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ দেওয়া হল বলে জানা গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে৷

Advertisement

[বায়ুসেনার শক্তিবৃদ্ধিতে মহাকাশে ‘অ্যাংরি বার্ড’ পাঠাল ISRO]

জানা গিয়েছে, শেষবার উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল ১৯৯৬-তে৷ এরপর আবার ২০১৮-র ১৯ ডিসেম্বর সেই একই নির্দেশিকা দিল কেন্দ্র৷ বুধবার এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেখানেই এই রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়৷ এরপর সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে৷ কয়েকদিন আগেই উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি সংক্রান্ত একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পেশ করেছিলেন সত্যপাল মালিক৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেছে সত্যপাল মালিকের পেশ করা সেই রিপোর্ট৷

[উত্তরপ্রদেশে কংগ্রেসকে ছাড়াই আসন রফা চূড়ান্ত সপা-বসপার!]

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার ক্ষেত্রে কয়েকটি শর্ত রয়েছে৷ প্রথমে জারি করতে হয় রাজ্যপালের শাসন। কারণ, সেখানের জন্য রয়েছে আলাদা সংবিধান৷ এবং সেই সংবিধানের ৯২ নম্বর ধারা অনুযায়ী, প্রথমে ছ’মাসের জন্য জারি করতে হয় রাজ্যপালের শাসন। তারপরই রাষ্ট্রপতি শাসন জারি করা যায়। দীর্ঘ টানাপোড়েনের পর চলতি বছরের জুন মাসে জম্মু-কাশ্মীরে পিডিপির সঙ্গে জোট ভেঙে দিয়েছিল বিজেপি৷ সরকারের উপর থেকে সমর্থন তুলে নেয় বিজেপির ২৫ জন বিধায়ক৷ ফলে ৮৭ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারায় মেহবুবা মুফতির সরকার৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন মুফতি৷ কাশ্মীরে জারি হয় রাজ্যপালের শাসন৷ এরপর কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স মিলে উপত্যকায় সরকার গড়ার চেষ্টা করলেও, তা সফল হয়নি৷ বিধানসভা ভেঙে দিয়েছিলেন রাজ্যপাল সত্যপাল মালিক৷

The post ২২ বছর পর ফের কাশ্মীরে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement