সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ নীতির অন্যতম সাফল্য হিসেবে বর্ণিত হত। কিন্তু সেদিন এখন অতীত। ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্ক তো নেইই বরং চলছে ঠাণ্ডা লড়াই। আর তার জেরেই নজিরবিহীনভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
[চরম সিদ্ধান্ত, সুপ্রিম নির্দেশে পাকিস্তানে বন্ধ ভারতীয় অনুষ্ঠানের সম্প্রচার]
রাশিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র চুক্তি, আমেরিকার নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের কাছ থেকে তেল কেনা, এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার কড়া অবস্থান, একাধিক ইস্যুতে ইদানীং মতবিরোধ দেখা গিয়েছে ইন্দো-মার্কিন রাষ্ট্রপ্রধানদের মধ্যে। রীতিমতো ঠাণ্ডা লড়াই চলছিল দু-দেশের। এর মধ্যেই প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানায় নয়াদিল্লি। কিন্তু হোয়াইট হাউস থেকে উত্তর যা এল তাতে রীতিমতো অস্বস্তিতে নয়াদিল্লি। সূত্রের খবর, হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে অন্য কর্মসূচি থাকায় ২৬ জানুয়ারি ভারতে আসতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও, এখনও সরকারিভাবে এ খবর কোনও পক্ষই জানায়নি। সূত্রের খবর, প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্টকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য গত মাস দুই আগেই হোয়াইট হাউসে আমন্ত্রণপত্র পাঠায় নয়াদিল্লি। সেসয়ম সেই চিঠির প্রাপ্তিস্বীকারও করা হয়।
[চরম ইহুদি বিদ্বেষের কারণেই পিটসবার্গে হামলা, জানাল এফবিআই]
শোনা যাচ্ছে, জানুয়ারিতে স্টেট অব দ্য ইউনিয়ন অ্যাড্রেস নামে ট্রাম্পের একটি কর্মসূচি রয়েছে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে গোটা বছরের আয়-ব্যয়ের হিসেব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। যা আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওই সময় ভারতে আসা সম্ভব হবে না মার্কিন প্রেসিডেন্টের পক্ষে। যদিও, এই একই সময়ে এর আগে প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কিন্তু এবারে ট্রাম্পের অনুপস্থিতি প্রশ্ন তুলছে কূটনৈতিক মহলে। যদিও, এখনও সরকারিভাবে হোয়াইট হাউস কিছুই জানায়নি। ভারতের তরফেও সরকারিভাবে কিছু জানানো হয় নি।
[ওবামা-হিলারির বাড়িতে পার্সেল বোমা, ফ্লোরিডায় গ্রেপ্তার ট্রাম্প ভক্ত]
The post বন্ধুত্বে ইতি! প্রজাতন্ত্র দিবসে মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.