সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলিকার সঙ্গে পুড়ে ছাই হয়ে যায় সব অশুভ শক্তি। বছর বছর হোলির আগের রাতে তাই দেশজুড়ে চলে হোলিকা দহন। মথুরার তেহেশিলের দুই গ্রাম ফালেন আর জাটওয়ারিতে এই হোলিকা দহন ঘিরে বছর বছর ধরে চলে আসছে এক অদ্ভূত রীতি। আগুনের মধ্যে দিয়ে হেঁটে আসেন দুই পণ্ডিত। আজ রবিবার পূর্ণিমার রাতে প্রহ্লাদ হোলিকার সাক্ষী থাকবে মথুরার এই দুই গ্রাম। এখানকার মানুষের কাছে এই পর্ব প্রহ্লাদ হোলিকা নামে পরিচিত।
ফালেন আর জাটওয়ারির মধ্যে দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। তবু এই দুই গ্রামের অদ্ভূত বোঝাপড়া। এক গ্রামে প্রহ্লাদ হোলিকা সারা হলে অপর গ্রামে শুরু হয় হোলিকা দহন। নিরাপত্তার দিক খেয়াল রাখে জেলা প্রশাসন।
এবার সানির লাস্যের আঁচ পোয়াবে দক্ষিণী সিনেমাও
পুরাণ অনুসারে, বিষ্ণুর ভক্ত প্রহ্লাদকে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল তাঁর বাবা হিরণ্যকশিপু। কিন্তু ভগবানের প্রতি তাঁর বিশ্বাস, একনিষ্ঠতার কারণে আগুন ছুঁতেও পারেনি প্রহ্লাদকে। সেই কাহিনীকে পাথেয় করেই ফালেন, জাটওয়ারিতে দোল পূর্ণিমার রাতে এই আচার পালন করা হয়।
পোশাক বদলাচ্ছেন রাখি সাওয়ান্ত, ভাইরাল ভিডিও
The post হোলিকার আগুন দিয়ে হেঁটে যান এই গ্রামের পণ্ডিত appeared first on Sangbad Pratidin.