shono
Advertisement

Breaking News

শীতেও রুক্ষ হবে না আপনার শিশুর চামড়া, জেনে নিন ঘরোয়া উপায়

নতুন মায়েরা অবশ্যই পড়ুন৷ The post শীতেও রুক্ষ হবে না আপনার শিশুর চামড়া, জেনে নিন ঘরোয়া উপায় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Oct 20, 2018Updated: 07:52 PM Oct 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো চলে গিয়েছে। শরৎ-ও শেষের দিকে৷ আসছে কনকনে শীত৷ আর শীতকাল মানেই শুষ্ক আবহাওয়া৷ এই আবহাওয়ায় বিশেষ করে অসুবিধার মুখে পড়ে তারা, যাদের স্কিন প্রচণ্ড শুষ্ক৷ শীতকালে তাদের চামড়া রুক্ষ হয়ে যায়৷ অনেকের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, চামড়া ফেটে রক্তও পড়ে৷ এমত পরিস্থিতিতে সদ্যোজাতদের নিয়ে বেশি অসুবিধার মুখে পড়তে হয় মায়েদের৷ সন্তানের চামড়া শুষ্ক যাতে না হয়, সেজন্য নানান পন্থার সাহায্য নেন তাঁরা৷ তাঁদের মাথায় সর্বদা ওই একটাই চিন্তা ঘোরে৷ যাতে কোনও ভাবেই সন্তানের চামড়া যেন শুষ্ক না হয়ে যায়৷ সেই বিষয়ে সতর্ক থাকেন প্রতিটি মা৷ চিকিৎসকরা বলছেন, চিন্তা করার কিছু নেই একদম ঘরোয়া পদ্ধতিতেই এই কাজটা করা যায়৷ এর জন্য প্রয়োজন কেবল নির্দিষ্ট কিছু পদ্ধতির৷

Advertisement

[ভাইরাল ফিভারের মরশুমে সতর্ক থাকুন, জেনে নিন মুক্তির উপায়]

১) চিকিৎসকদের মতে, সদ্যোজাতের চামড়া শুষ্ক হওয়ার থেকে আটকাতে পারে ভাল তেল মালিস৷ ফলে স্নানের আগে সদ্যোজাতকে তেল মালিস করা আবশ্যক৷ সেই তেলের মধ্যে যদি থাকে অলিভ ও অশ্বগন্ধা তবে তা চামড়ার জন্য খুব ভাল বলে জানাচ্ছেন চিকিৎসকরা৷ কারণ এই দুটি পদার্থ চামড়াকে নরম ও টোন করে৷

২) সদ্যোজাত সন্তানকে শীতকালে রোজ স্নান করানোর কোনও প্রয়োজন নেই বলেই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ তাদের মতে, দুইদিন অন্তর একবার স্নান করালেই ভাল৷ সেক্ষেত্রে অবশ্যই হালকা উষ্ণ জল ব্যবহার করা উচিত৷ কারণ, অতিরিক্ত উষ্ণ জল শিশুর চামড়ার উপরে থাকা পাতলা আস্তরণকে নষ্ট করে এবং অনেকক্ষণ ধরে কোনও শিশুকে স্নান করালে, ওই শরীরের আদ্রতা নষ্ট হয়৷

৩) স্নানের পর শিশুর জন্য বিশেষ ধরনের ক্রিম ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ তাঁদের মতে, সেই ক্রিমে অবশ্যই অ্যালোভেরা, আমন্ড অয়েল ও দুধ থাকা প্রয়োজন৷ যা স্নানের পর শরীর শুষ্ক হওয়া থেকে রক্ষা করে৷

[জ্বর থেকে রেহাই পেতে এই অভ্যাসগুলি এখনই বদলান]

৪) বিশেষজ্ঞরা বলছেন, প্রবল শীতেও শিশুদের উল, লেপ বা ব্ল্যাঙ্কেট জাতীয় বস্তু দিয়ে চাপা দেওয়া উচিত নয়৷ কারণ, এগুলি খসখসে প্রকৃতির হয়৷ যা শিশুর শরীরের নরম অংশে আঘাত করে৷ চোখে দেখা না গেলেও এটা হয়ে থাকে৷ শিশুকে ঢাকার জন্য শীতে নরম অথচ গরমদায়ক পোশাক বা ঢাকা ব্যবহার করাই ভাল বলে চিকিৎসকদের মত৷

The post শীতেও রুক্ষ হবে না আপনার শিশুর চামড়া, জেনে নিন ঘরোয়া উপায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement