shono
Advertisement

‘তালিবানি’মাদ্রাসাকে ৩০০ মিলিয়ন অনুদান পাকিস্তানের

এরকম একটি 'কুখ্যাত' মাদ্রাসাকে ওই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য কেন? The post ‘তালিবানি’ মাদ্রাসাকে ৩০০ মিলিয়ন অনুদান পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.
Posted: 10:59 PM Jun 19, 2016Updated: 05:29 PM Jun 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কপাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘ইউনিভার্সিটি অফ জেহাদ’ নাম পরিচিত একটি মাদ্রাসাকে ৩০০ মিলিয়ন টাকার অনুদানের আশ্বাস দিলেন প্রদেশের তথ্যমন্ত্রী৷ চলতি সপ্তাহে খাইবার পাখতুনখোয়া বিধানসভায় দাঁড়িয়ে শাহ ফরমান ঘোষণা করেন, ‘দারুল উলুম হাক্কানিয়া নওশেরা’ মাদ্রাসার বার্ষিক খরচ মেটানোর জন্য ৩০০ মিলিয়ন টাকার অনুদান দিতে পেরে আমি গর্বিত৷”

Advertisement

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সদস্য শাহ ফরমান৷ তিনি জানিয়েছেন, তেহরিক-ই-ইনসাফ সরকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিশানা করবে না, বরং তাদের মোটা অনুদান দেবে৷ নওশেরা জেলার ওই মাদ্রাসারই প্রাক্তনী মোল্লা ওমর-সহ কয়েকজন শীর্ষ আফগান তালিবান নেতা৷ হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানি, ভারতীয় উপমহাদেশের আল কায়দা নেতা অসীম উমর, গত মাসে মার্কিন ড্রোন হামলায় নিহত আফগান-তালিবান নেতা মোল্লা আখতার মনসুর-এরা সবাই ওই মাদ্রাসার প্রাক্তনী৷

এরকম একটি ‘কুখ্যাত’ মাদ্রাসাকে ওই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দেওয়ার কারণ জানতে চাইলে প্রদেশের ধর্মমন্ত্রী হাবিবুর রহমান বলেন, “মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাক হাক্কানিয়া মাদ্রাসাকে এই টাকা অনুদান দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷” তাঁর দাবি, হাক্কানিয়া পাকিস্তানের অন্যতম প্রাচীন ও বৃহত্তম মাদ্রাসা| তাই ৩০০ মিলিয়ন টাকা অনুদান পাওয়ার যোগ্য৷

The post ‘তালিবানি’ মাদ্রাসাকে ৩০০ মিলিয়ন অনুদান পাকিস্তানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement